ঢাকা, ২৪ নভেম্বর- গত অর্থবছরে খেলোয়াড় শ্রেণিতে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়কর সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রীর হাত থেকে ট্যাক্স কার্ড নেন মাশরাফি ও তামিম; সাকিবের পক্ষে সম্মাননা নেন তার বোন। অনুভূতি জানতে চাইলে মাশরাফি বলেন, সেরা করদাতা হিসেবে যে সম্মাননা দেওয়া হয়েছে, তাতে আমরা তিন জনই খুব খুশি হয়েছি। এই সম্মান আমাদের সকল খেলোয়াড়কে উৎসাহিত করবে। আশা করি, সামনের দিনগুলোতেও নিয়মিত কর দেব। আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে অবশ্যই আয়কর দেওয়া উচিৎ; দেশের সবাই সঠিকভাবে কর দেবেন বলে আশা করি আমি। সর্বোচ্চ করদাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে উৎসাহ দিতে ব্যবসায়ী ও পেশাজীবিসহ মোট ১৪টি ক্যাটাগরিতে এবার ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেওয়া হয়। ব্যবসায়ী ছাড়া পেশাজীবীদের মধ্যে সাংবাদিক, তারকা খেলোয়াড়, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এবার সম্মাননার ক্ষেত্রে নতুন করে শ্রেণিভুক্ত হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে সর্বোচ্চ করদাতা হিসেবে ব্যবসায়ী শ্রেণিতে ট্যাক্স কার্ড পাওয়াদের মধ্যে রয়েছেন হাজী মো. কাউছ মিয়া ও গোলাম দস্তগীর গাজী। জ্যেষ্ঠ নাগরিকের শ্রেণিতে রয়েছেন- পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, লতিফুর রহমান, সদরউদ্দিন খান ও প্রফেসর মাজিদুল ইসলাম। আইনজীবি শ্রেণিতে ট্যাক্সকার্ড পেয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার রুকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার রফিকুল হক; চিকিৎসক শ্রেণিতে ডা. প্রাণ গোপাল দত্ত; প্রকৌশলী শ্রেণিতে মো. আবদুল ওয়াদুদ; বেতনভোগী শ্রেণিতে খাজা তাজমহল। অভিনেতা-অভিনেত্রীর শ্রেণিতে ট্যাক্স কার্ড পেয়েছেন সুবর্ণা মুস্তফা, আফজাল হোসেন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়; সাংবাদিক শ্রেণিতে মাহফুজ আনাম ও মতিউর রহমান। এছাড়া নারী শ্রেণিতে হোসনে আরা হোসেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শ্রেণিতে মো. নাসির উদ্দিন মৃধা; প্রতিবন্ধী শ্রেণিতে আকরাম মাহমুদ ও ৪০ বছর বয়সের নীচে ক্যাটাগরিতে মো. নাফিজ শিকদার উল্লেখযোগ্য। আর/১০:১৪/২৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fW4lUH
November 25, 2016 at 05:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top