সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় নোট বাতিলের জেরে এবছর না হয় বেড়াতে যেতে পারলেন না! তবে আগামী বছর কোনও ট্যুর প্ল্যান করছেন কি? যদি এখনও না করে থাকেন, তাহলে এবার করে ফেলুন৷ দেশের মধ্যে কয়েকটি নির্দিষ্ট রুটে সবচেয়ে সস্তায় বিমানযাত্রার সুযোগ দিচ্ছে ‘গো এয়ার’৷ তবে সেক্ষেত্রে সংস্থার তরফে কয়েকটি শর্তাবলী পূরণ করতে হবে৷
বুধবার এক প্রেস বিবৃতিতে ‘গো এয়ার’ জানিয়েছে, মাত্র ৭৩৬ টাকার বিনিময়ে টিকিট কেটে আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের মধ্যে নির্দিষ্ট কয়েকটি রুটে যাত্রা করা যাবে৷ টিকিট কাটতে হবে ২৪ নভেম্বরের মধ্যে৷ দেশের মধ্যে কোন কোন রুটে ভ্রমণ করা যাবে, সেটা সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাবে৷ সংস্থার মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা ট্র্যাভেল এজেন্ট মারফত টিকিট কাটা যাবে৷ তবে গ্রুপ ডিসকাউন্ট বা শিশুদের বুকিংয়ের এই অফারে মিলবে না৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়া সত্ত্বেও আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট ‘গো এয়ার’ টিকিট কাউন্টারে নেওয়া হবে৷ তবে টিকিট একবার কাটলে বাতিল করা বা পাল্টানো যাবে না৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে ‘গো এয়ার’ ওয়েবসাইটে৷
from Sangbad Pratidin Home http://ift.tt/2gfxpmU
November 24, 2016 at 01:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন