মালবাজার,২৩ নভেম্বরঃ মালবাজার শহরের স্টেট ব্যাংকের একটিমাত্র এটিএম কিয়স্ক ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম কিয়স্কগুলি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শহর এবং শহর সংলগ্ন এলাকার বাসিন্দারা। নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে শহরে পুরসভার মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকার স্টেট ব্যাংকের এটিএম কিয়স্কটি শুধু নিয়মিত খোলা থাকছে। এর জেরে টাকা তুলতে ওই এটিএম কিয়স্কের সামনে আগের দিনই রাত থেকেই দীর্ঘ লাইন পড়ছে গ্রাহকদের।
পশ্চিম ডুয়ার্সের গুরুত্বপূর্ণ মহকুমা মালবাজার এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা ছাড়াও কালিম্পং মহকুমার গরুবাথান এলাকার বাসিন্দারাও নির্ভর করেন এই শহরের ওপর। তাই টাকা তোলার জন্য মাল শহরের এটিএমগুলির ওপর চাপ সর্বদাই বোশি থাকে। মাল শহরে বিভিন্ন ব্যাংকের মোট ১৩টি এটিএম রয়েছে। নোট বাতিলের সিদ্ধান্তের পর দু’সপ্তাহ কেটে গেলেও ব্যাংকগুলিতে নোট বদলানোর চাপ অনেকটা কমলেও এটিএম কিয়স্কের সামনে টাকা তোলার লাইন অব্যাহত। মানুষের দুর্ভোগ উঠেছে চরমে।
from Uttarbanga Sambad http://ift.tt/2glph8f
November 24, 2016 at 10:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.