নারায়ণগঞ্জ, ১৫ নভেম্বর- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াত আইভীকে বাদ দিয়ে তিনজনের নাম প্রস্তাব করেছে মহানগর আওয়ামী লীগ। তবে মনোনয়ন নিয়ে এখনই কথা বলতে নারাজ আইভী। তিনি এখন অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। মরক্কো সফর শেষে প্রধানমন্ত্রী দেশে আসার পরেই এ ব্যাপারে কথা বলবেন তিনি। এ ব্যাপারে সেলিনা হায়াত আইভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ ব্যাপারে পরে কথা বলবো। তবে আইভীর ঘনিষ্ঠ একাধিক সূত্র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর আইভী তার সঙ্গে দেখা করে কথা বলবেন। মেয়র পদে থেকে নির্বাচন প্রসঙ্গে আইভী বলেন, এখনও নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনও চিঠি দেওয়া হয়নি। চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। ওই চিঠিতে যদি বলা হয় পদত্যাগ করে নির্বাচন করতে হবে তাহলে সেই অনুসারেই নির্বাচন হবে। আর দলীয় মনোনয়ন বিষয়ে এখনই কিছু বলতে আমি ইচ্ছুক না। যেহেতু আওয়ামী লীগ করি তাই দলীয় প্রতীকেই নির্বাচন করতেই চাইবো। প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সিটি করপোরেশন নির্বাচনের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে আইভীর নাম নেই। ওই তিনজনের তালিকাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ রয়েছেন। এ তালিকা পাঠানো হবে আওয়ামী লীগের হাই কমান্ডের কাছে। এফ/২১:৪৫/১৫নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fCjpUK
November 16, 2016 at 03:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন