মুরসির মৃত্যুদণ্ড বাতিল

1আন্তর্জাতিক ডেস্ক :: মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে পুনরায় বিচারের আদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে আঁতাতের অভিযোগে দায়ের করা মামলায় দেশটির আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বয়সী মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে বিদেশি সংগঠনের সহযোগিতায় দেশে সহিংস কর্মকাণ্ডের অভিযোগের রায় বাতিল করে পুনরায় বিচারের আদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
গত সপ্তাহে একই আদালত ২০১১ সালে দেশটিতে ব্যাপক সহিংসতার অভিযোগে দায়েরকৃত মামলায় মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে পুনর্বিচারের আদেশ দিয়েছিলেন। তবে বর্তমানে মুরসি কে কারাবন্দী ও শত শত নাগরিককে হত্যা করে তৎকালীন ক্ষমতাসীন মুরসি সরকার। একই সঙ্গে কারাবন্দীদের বিরুদ্ধে গণ-আদালতে বিচারও শুরু হয়।
মুরসির আইনজীবী আবদেল মাকসুদ বার্তাসংস্থা এএফপিকে বলেন, ইরান এবং হামাসের সঙ্গে আঁতাতের অভিযোগে মোহাম্মদ মুরসি ও তার সরকারের বেশ কপৃথক দুটি মামলায় কারাবন্দী রয়েছেন।
চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেও মাত্র এক বছরের মাথায় সেনা অভ্যূত্থানের মুখে ২০১৩ সালে ক্ষমতা থেকে বিদায় নেন মুরসি। পরে মিসরের এই প্রেসিডেন্টের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকারবিরোধী ব্যাপক আন্দোলনের সময় ২০১১ সালে দেশটির হাজার হাজার নাগরিকয়েকজন কর্মকর্তার সাজাও বাতিল করেছেন আদালত।

 



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fO0Tvj

November 22, 2016 at 08:44PM
22 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top