অটোয়া, ২৯ নভেম্বর- রোববার ২০ নভেম্বর কানাডার রাজধানী অটোয়ার ওভারব্রুক কমিউনিটি সেন্টারে বিকেল চার ঘটিকায় অটোয়া ভ্যালীতে বাসরত পরীজায়ী বাংলাদেশী বাংঙ্গালিদের বিপুল উপস্থিতিতে এক মানবিক সংহতি সভা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সনাতনধর্মী নাগরিকদের গৃহদেবতার প্রতিমা প্রশাসনের নাকের ডগায় ভাংচুর , লুটপাট, ঘরবাড়ী পুড়িয়ে দেওয়া, নির্বিচারে দৈহিক নির্যাতন ও ক্ষুদ্র-নৃজাতি সান্তালদের বাস্তুভিটে অগ্নীদাহনে পুড়িয়ে দিয়ে লুটতরাজ, সান্তাল হত্যার প্রতিবাদে এই সুংহতি সভাটি আহবান করেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেইন ও লেখক-মহসীন বখত। সভায় বক্তারা ৭৫-পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল চেতনা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বালাদেশের সংবিধানে একটি বিশেষ ধর্মের তকমা লাগিয়ে প্রতিক্রিয়াশীল একটি তালেবানী রাষ্ট্রে পরিনত করার যে চোরাস্রোত বইছিল সেই ধারাটি মুক্তিযুদ্ধের জাতক বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল ও জাতির জনকের সুযোগ্য কন্যা ক্ষমতায় থাকার পরও একই ধারায় বয়ে যাচ্ছে বলে বিস্ময় প্রকাশ করেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়ে সরকার গঠন করে কেন বাংলাদেশের জন্মের পবিত্রতা ৭২-এর সংবিধানটি প্রতিষ্ঠা করা হলনা এ-নিয়েও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বক্তারা। সাদিকা পারভিন চন্দনার পরিচালনায় শিল্পী রুবী ও অং থোয়াইর দুটি মানববন্ধনা সঙ্গীত দিয়ে সভার সূচনা করা হয়। এবং কাব্য নাট্ট সুধাংসু তুই পালা - না সুধাংসু পালাবে না পরিবেশন করে সুতপা আধিকারি ও নটরাজ চৌধুরী। সভার প্রারম্ভে মহসীন বখত তার বক্তব্যে এই অসাম্প্রদায়িক প্রবাসী বাংগালির মিলন মেলাটি আহবান ও সফল করার পেছনে বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেইন, শিক্ষাবিদ ডক্টর মনজুর চৌধুরী ও সৌরভ বড়ুয়ার সমূহ স্বপ্ন ও অবদানের কথা ব্যক্ত করেন। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আ,ফ,ম,মাহবুবুল হক সহ এই শহরে বাসরত উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও বিশেষ করে প্রাণের তাগিদে ভগ্ন ও রোগাক্রান্ত শরীর নিয়ে সভায় মাহবুবুল হকের উপস্থিতিকে সেকুলার বাঙ্গালির মিলন মেলাটির পরম সফলতা হিসেবে উল্লেখ করে মহসীন বখত বাঙ্গালির সংক্ষিপ্ত নৃতাত্বিক পরিচয় তুলে ধরেন, তিনি বলেন, হিন্দুত্ব আর ইসলাম দুটিই বহিরাগত ধর্ম এই বঙ্গমুল্লুকে। আজকের ওহাবী-মওদুদীর হিংস্র রক্তবীজ মৌলবাদী ইসলামিষ্ট বাঙালি মুসলমানের কেউ নয়। বাঙ্গালি মসুলমান মধ্যযুগের সেকুলার সুফীদের উত্তরাধিকার। তাপসী রাবেয়া বশরী ও আনাল হক-খ্যাত সাধক মনসুর হাল্লাজের গল্প বাঙালি মুসলমান ভুলে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gAD7QD
November 29, 2016 at 07:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top