শিবগঞ্জে জোর পূর্বক পিতা কর্তৃক কন্যার বাড়ি দখলের চেষ্টা ॥ বাড়ি-ঘর ভাঙচুর ॥ থানায় অভিযোগ

Logo-2+++

বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ, বগুড়া রশিদুর রহমান রানা) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহরতলী ধোন্দাকোলা গ্রামে জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের শহরতলী ধোন্দাকোলা গ্রামের গোলজার রহমান বিদেশ থেকে ফিরে এসে তার নিজ মেয়ে জান্নাতুল ফেরদৌসের বাড়ি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে। একপর্যায়ে গতকাল সোমবার দুপুরে গোলজার রহমান কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীদ্বারা তার মেয়ে জান্নাতুল ফেরদৌসের বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তার ভাই সাব্বির হাসানকে মারপিট করে। এব্যাপারে জান্নাতুল ফেরদৌসের সাথে কথা বললে তিনি জানান, আমার মা আমার নানির ভাগের সম্পত্তি বিক্রি করে জায়গা কিনে এই বাড়ি নির্মান করেছে এবং মারা যাওয়ার আগে বাড়িটি আমার নামে লিখে দিয়ে যায়। পরবর্তীতে আমার বাবা এই বাড়িটি দখলের জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে আমার বাবা কিছু সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে অতর্কিত ভাবে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দরজায় তালা লাগিয়ে দেয়। এব্যাপারে গোলজার রহমান বলেন, আমি বিদেশ থাকা অবস্থায় আমার পাঠানো টাকা দিয়ে আমার প্রথম পক্ষের স্ত্রী শান্তনা ১২ শতক জমি কিনে সেখানে এই বাড়ি নির্মান করে। আমি দেশে আসলে তারা আমাকে বাড়িতে ঢুকতে বাধা প্রদান করে। এঘটনায় শিবগঞ্জ থানার এস.আই. জাহিদের সঙ্গে কথা বললে তিনি বলেন, জান্নাতুল ফেরদৌসের বাড়ি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আদালতের আদেশক্রমে উক্ত নির্মানাধীন বাড়িতে ১৪৪ ধারা জারি আছে। পরবর্তীতে ঐ বাড়িতে জোর পূর্বক দখলের চেষ্টা চালালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত জান্নাতুল ফেরদৌস তার বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।



from বগুড়া সংবাদ http://ift.tt/2g9oL9j

November 21, 2016 at 07:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top