দেশি পিস্তল উদ্ধার

শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী দার্জিলিং মেলের সংরক্ষিত কামরায় তল্লাশি চালিয়ে দুটি দেশি পিস্তল উদ্ধার করল এনজেপি জিআরপি। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে। জিআরপি সূত্রে খবর, সোমবার সকালে দার্জিলিং মেল এনজেপি-তে আসার পর জিআরপি কর্মীরা তল্লাশি শুরু করে। সেই সময় ট্রেনের সংরক্ষিত কামরা এস-৫ এ সিটের নীচে একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটির কোনো দাবিদার না থাকায় পুলিশ ব্যাগটি জিআরপি থানায় নিয়ে আসে। এরপর সেই ব্যাগটির ভেতর থেকে দুটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। রেলের সাথে যোগাযোগ করে ওই কামরায় কারা ছিলেন তাদের নামের লিস্টও চেয়ে পাঠানো হয়েছে। জিআরপি আইসি স্বপন সরকার বলেন, ‘হরতাল থাকার দরুণ ট্রেনে আমাদের বিশেষ চেকিং চলছিল। সেই সময়েই দার্জিলিং মেলের এস-৫ কামরা থেকে একটি ব্যাগ পাওয়া যায়। সেখান থেকেই দুটি পিস্তল পাওয়া গিয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।’



from Uttarbanga Sambad http://ift.tt/2gb8nIT

November 28, 2016 at 10:18PM
28 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top