মুম্বাই, ৩০ নভেম্বর- রাধিকা আপ্তে বরাবরই জরা হট্কে। ভয়ডরহীন, স্পষ্টবাদী। মনের কথা মুখে আনতে বেশি দেরি করেন না। নানা সামাজিক বিষয়েই সরব তিনি। এ বার রাধিকা সওয়াল করলেন শর্ট ফিল্মের হয়ে। বলিউডের অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে শর্ট ফিল্মও থাকা উচিত বলে মত রাধিকার। চিরাচরিত বলি-হিরোইনদের ধাঁচে নন, কেরিয়ারে একের পর এক ঝুঁকি নিয়েছেন রাধিকা। থিয়েটারের আঙিনা ছাড়িয়ে বলিউডে পা রাখার পর সেখানেই টিকে থাকেননি। বরং বেশ ঝুঁকি নিয়েই পা রেখেছেন বাংলা, মরাঠি, তামিল, তেলুগু ফিল্মে। সফলও হয়েছেন। সুজয় ঘোষের শর্ট ফিল্ম অহল্যায় তো তিনি খুব ভাল কাজ করেছেন। রাধিকা মনে করেন, স্বল্পদৈর্ঘ্যের ফিল্মের শিল্পীদের প্রাপ্য পরিচিতি মেলে না। তা ছাড়া, বলিউড সব ধরনের শিল্পীদেরই তো পুরস্কার জোটে। কেবলমাত্র শর্ট ফিল্মের কলাকুশলীরাই নাকি কল্কে পান না। রাধিকার মতে, ফিল্মি অ্যাওয়ার্ডে শর্ট ফিল্মের মতো আরও একটা ক্যাটেগরি যোগ হলে এর জনপ্রিয়তা বাড়বে। আর দেশীয় দর্শকেরাও বিভিন্ন বিষয়ের ফিল্ম দেখতে পারবেন। এফ/২২:১০/৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fRcAkm
December 01, 2016 at 04:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top