মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে –এমপি মান্নান

z-pic-25-11-16বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর, বগুড়া জিয়াউর রহমান) : মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সমাজ থেকে অপরাধমূলক কর্মকান্ড দূর করতে বেশী বেশী ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করতে হবে। বর্তমান সরকার গনমানুষের সরকার। মানুষের কল্যাণে এই সরকার কাজ করে যাচ্ছে। ব্যক্তি বা সংগঠনের উদ্যোগে এই ধরনে কোন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হলে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে। শুক্রবার বিকেলে বগুড়া শাজাহানপুরের ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেণ্টের চুড়ান্ত পর্বের খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) এলাকার সংসদ সদস্য আব্দুল মান্নান উপরোক্ত কথা গুলি বলেন।
ডেমাজানী জনকল্যাণ সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলুর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, প্রধান অতিথির পতœী সাহাদারা মান্নান, বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্-আল মাছউদ চৌধুরী, শেরপুর থানার ওসি খাঁন মো. এরফান, অধ্যক্ষ আবু জাফর আলী, অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক, প্রভাষক শামীমা জেসমীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, গোহাইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আতোয়ার তালুকদার ফজু, আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, শ.ম.র উচ্চ বিদ্যালয়ের সভপতি আতাউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আহমদ আল মুতী, ডেমাজানী জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিমান।
টিকিট কেটে খেলা দেখতে আসা হাজার হাজার ক্রীড়মুদি দর্শকদের মাতিয়ে রেখেছিলেন খেলার ধারা ভাষ্যকার খোরশেদ রায়হান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। খেলা পরিচালনায় সহযোগিতায় ছিলেন ইউপি সদস্য আব্দুর রশিদ টুকু, ওবায়দুর রহমান, মোফাজ্জল হোসেন, ইয়াছিন আলী দেওয়ান, আজাহার আলী রাজা, আতিকুর রহমান রাহুল, মোমিনুল হক মুক্তা, আব্দুল মতিন মেম্বার প্রমুখ। খেলায় রংপুর জেলা দল ১-০ গোলে ঢাকা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।



from বগুড়া সংবাদ http://ift.tt/2gnUUtW

November 25, 2016 at 08:34PM
25 Nov 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top