গণতান্ত্রিক আইনজীবী ফোরাম চট্টগ্রামের একসভা গতকল্য বিকালে আইনজীবী অডিটরিয়ামে সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এলডিপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এডভোকেট মোঃ কফিল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের নির্বাহী সভাপতি এডভোকেট ড. মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এলডিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র যুগ্ম সম্পাদক, এডভোকেট মোঃ ফৌজুল আমিন চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ জহিরুল ইসলাম চৌধুরী, এডভোকেট মাহবুবুল আলম, এডভোকেট ইকবালুর রহমান, এডভোকেট আশরাফ আলী, এডভোকেট মোঃ ইয়াছিন, এডভোকেট শেখ সোয়েব মাহমুদ প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করিতেছে, গণতন্ত্র আজ হুমকীর সম্মুখীন, সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ ধ্বংসের সম্মুখীন, স্বাধীন বিচার বিভাগ হইলেও বিচারকবৃন্দ স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করিতে বাঁধার সম্মুখীন হচ্ছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস, বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি। বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা, দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ নাকরার কারণে অর্থনীতি ধ্বংসের সম্মুখীন। ফলে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে ২০দলীয় নেত্রী কর্তৃক ঘোষিত ১৩ দফা দাবী আদায় ও বাস্তবায়ন এবং সকল নিবন্ধিত দলের আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন, সকল দলে নিকট গ্রহণযোগ্য নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকার গঠন পূর্বক এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ কর্র্তক দাবীকৃত মধ্যবর্তী নির্বাচন এর জোর দাবী জানান।
from আমাদের চট্টগ্রাম – NewsChittagong24.Com http://ift.tt/2g3k5mb
November 23, 2016 at 07:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন