গত অক্টোবরে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। ফলে ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে স্বদেশে ফিরে যাবেন নেইমার। শ্যাপাকোয়েন্সের ফুটবলারদের স্মরণে খেলা চ্যারিটি ম্যাচের পর এমনটাই জানিয়েছেন তিনি। তবে সাবেক ক্লাব সান্তোসে ফিরবেন না নেইমার। ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার আগ্রহ ফ্ল্যামেঙ্গোতে খেলার। মারাকানায় খেলতে প্রচন্ড রকমের ইচ্ছে তার। নেইমার বলেন, যদি পারি তাহলে ফ্ল্যামেঙ্গোতে খেলবো আমি। মারাকানায় খেলতে পারাটা হবে আমার জন্য অনেক সম্মানের। আমি সেখানে সারাদিনই খেলব। এটাই একমাত্র ক্লাব যেখানে আমি খেলতে চাই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর মেসি ও সুয়ারেজের সঙ্গে নেইমারের আনন্দ-উল্লাস। ২০১৩ সালে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। তার আগের পাঁচটি বছর কেটেছে সান্তোসে। যেখানে ১০৩ ম্যাচ খেলেছেন নেইমার। সেই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৫৪ বার। দারুণ সব গোল করার অসাধারণ ক্ষমতার অধিকারী বার্সেলোনার জার্সিতেও খেলেছেন একশর (১০৬) বেশি ম্যাচ। এই সময়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৫৯ বার। তবে প্রথম দুই মৌসুমে নেইমারের যেভাবে প্রতিপক্ষের জালে খুঁজে পেয়েছেন সেই তুলনায় এ বছরটা নিস্প্রভ কেটেছে তার। তবে দলীয় প্রচেষ্টায় দুর্দান্ত নেইমার। নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করাতে রেখেছেন দারুণ ভূমিকা। বার্সার অপর দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে নিয়ে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের সেরা আক্রমণভাগ। বার্সেলোনার হয়ে ইতোমধ্যেই দুটি লা লিগা, সমান দুটি কোপা দেল রে এবং একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কোপা এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন নেইমার। অধরা থাকা অলিম্পিকের স্বর্ণপদক জয় শেষে নেইমারের উল্লাস। এ বছরে তার বড় সাফল্য রিও অলিম্পিকের স্বর্ণজয়। বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের শ্রেষ্ঠত্ব রয়েছে কোপা আমেরিকা কিংবা কনফেডারেশন্স কাপেও। কিন্তু এই অলিম্পিকের স্বর্ণপদকটাই বাকি ছিল সেলেসাওদের। অবশেষে ব্রাজিল সেই অধরা অলিম্পিক স্বর্ণ জয়ের স্বাদ পেলো নেইমারের নেতৃত্বগুণেই। সূত্র : গোল.কম আর/১৭:১৪/৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ikFk4x
December 31, 2016 at 12:57AM
30 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top