ঢাকা, ২৩ ডিসেম্বর- প্রথম বারের মতো আইসিসির বর্ষসেরা পুরুস্কার পেতে যাচ্ছে বাংলাদেশি কোন ক্রিকেটার। ২০১৬ সালের আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের এই সাফল্যে তার সতীর্থ ক্রিকেটাররাসহ সবাই অভিনন্দন জানিয়েছেন। এদিকে প্রথমবারের মতো ক্যারিয়ার সেরা এমন প্রাপ্তিতে আইসিসি-ক্রিকেট ডটকমকে নিজের অনুভূতি জানিয়েছেন দ্য ফিজ। এই পুরস্কার আরো অনুপ্রাণিত করবে বলে জানান এই ক্রিকেটার। মোস্তাফিজ বলেন, এখন পর্যন্ত এটাই আমার ক্যারিয়ার সেরা প্রাপ্তি। পুরস্কারটি আমাকে আরও শক্তি ও সাহস যোগাবে। বাংলাদেশের হয়ে প্রথমবার পুরস্কারটি জিততে পেরে সত্যিই অনেক আনন্দিত। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু মোস্তাফিজের। একদিনের ক্রিকেটে এ পর্যন্ত ৯টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৬টি আর ২ টি টেস্ট ম্যাচের মাত্র ১ ইনিংসে বল করে নিয়েছেন ৪টি উইকেট। অন্যদিকে টি-টোয়েন্টির ছোট ফরমেটে ১৩ ম্যাচে ২২ টি উইকেট পেয়েছেন কাটার মাস্টার। ক্যারিয়ারের শুরু থেকে সাফল্য যেমন পেয়েছেন তেমনি পেয়েছেন সমর্থকদের ভালোবাসা। পুরস্কারের জন্য নির্বাচিত হয়ে সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুলেন নি মোস্তাফিজ। যারা আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি বন্ধু এবং সতীর্থদের জানাই সাধুবাদ। আশা করছি, ভবিষ্যতে আরও বেশি আনন্দের পুরস্কার নিয়ে আসতে পারবো।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i1umDn
December 23, 2016 at 09:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন