ওড়িশা, ২৬ ডিসেম্বরঃ সোমবার ওড়িশার হুইলার দ্বীপ থেকে সকাল ১১ টা নাগাদ ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল অগ্নি-৫ এর পরীক্ষামূলক সফল উত্ক্ষেপণ করল ভারত। অগ্নি-৫ কে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড-এর অন্তর্ভুক্ত করা হবে।
ডিআরডিও সূত্রের খবর, অগ্নি পরিবারের এই নতুন সদস্যের মারণক্ষমতা অনেক বেশি। অগ্নি পরিবারের আগের মিসাইলগুলি মাঝারি রেঞ্জের থাকলেও অগ্নি-৫ এর লক্ষ্যমাত্রা ৫৫০০-৫৮০০ কিলেমিটার। ১৭ মিটার লম্বা ৫০ টনের এই ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কোটি ওয়ারহেড বহনে সক্ষম।
চিনের দিকে মুখ করে বসানো হয়েছে অগ্নি ৪ ও ৫ কে। এছাড়া অগ্নি ১, ২ ও ৩ পাকিস্তানের দিকে মুখ করে বসানো আছে।
অগ্নি-৫ ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হলে ভারত সুপার এক্সক্লুসিভ ক্লাবে ঢুকে পড়বে। ৫০০০ থেকে ৫৫০০ কিলোমিটার পাল্লার মিসাইলের অধিকারী দেশই এই ক্লাবের সদস্য। আগে থেকেই ইউএস, চিন, ফ্রান্স, রাশিয়া, ইউকে এই ক্লাবের সদস্য। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম- এর সদস্য হওয়ার পর ভারত প্রথমবার এরকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।
from Uttarbanga Sambad http://ift.tt/2iwM6mE
December 26, 2016 at 09:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন