মেডিকেল কলেজে ফের র‍্যাগিংয়ের অভিযোগ শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ

শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বিরুদ্ধে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এর প্রথম বর্ষের ছাত্র মণীষ সিংহ বৃহস্পতিবার মেডিকেল কলেজের অধ্যক্ষকে লেখা অভিযোগে বলেছেন, বুধবার দুপুরে মেডিকেলের ল্যাবরেটরিতে কাজ করার সময় দ্বিতীয় বর্ষের তিন ছাত্র গিয়ে তাঁর কাছে ১২০০ টাকা দাবি করে। জানায়, কলেজে উত্সব করার জন্য নাকি এই টাকা তাকে দিতেই হবে। না দিলে পরীক্ষায় ফেল করানোরও হুমকি দেওয়া হয় তাকে। কিন্তু অত্যন্ত গরীব পরিবারের ছেলে মণীষ টাকা দিতে আপত্তি জানালে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। এরপরই মণীষ এই তিন ছাত্রের নাম অভিযোগপত্রে উল্লেখ করে সমস্ত ঘটনার বিবরনী দিয়ে অধ্যক্ষের কাছে জমা দেন। অভিযোগপত্রটি গ্রহন করা হয়েছে অধ্যক্ষের অফিসে। প্রসঙ্গত এর আগেও র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছিল মেডিকেল কলেজের বিরুদ্ধে। বারবারই কড়া ব্যবস্থা গ্রহন করার কথা আশ্বাস দিলেও অভিযুক্তদের কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এই ধরনের ঘটনা এখানে বেড়েই চলেছে বলে মনে করে ছাত্রদের একাংশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2iktnPc

December 23, 2016 at 09:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top