মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় ২৬টি বিদ্যালয়ের ২হাজার ৬শত ৯৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। অকৃতকার্য হয়েছেন ৮ জন। শতভাগ ফলাফল করে উপজেলার ২১টি বিদ্যালয় এবং ২৬০ শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে।
শতভাগ ফলাফল অজর্নকারী বিদ্যালয় হচ্ছে দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়, বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় দৌলতপুর, হযরত শাহজালাল (রা.) উচ্চ বিদ্যালয়, দেমাসাদ উচ্চ বিদ্যালয়, একলিমিয়া উচ্চ বিদ্যালয়, সিঙ্গেরকাছ উচ্চ বিদ্যালয়, পিএমসি উচ্চ বিদ্যালয়, প্রগতি উচ্চ বিদ্যালয়, চারিগ্রাম উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, কোনারাই উচ্চ বিদ্যালয়, হাজি মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয়, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, সৎপুর উচ্চ বিদ্যালয়, শহিদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, খাজাঞ্চি একাডেমী ও টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয় (৮ম শ্রেণী স্বকৃতিলাভ)।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2iueFlH
December 29, 2016 at 09:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন