রাঙ্গালিবাজনা ও ফালাকাটা, ২৪ ডিসেম্বরঃ বন থেকে বেআইনিভাবে কেটে আনা শালগাছের গুঁড়ি চেরাই করার সময় হাতেনাতে ধরে করাত কল ‘সিল’ করে দিলেন মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। রেঞ্জার খগেশ্বর কার্জি জানান, শনিবার এসএসবি ১৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের নিয়ে ফালাকাটা ব্লকের আট মাইল গ্রামে অভিযান চালানো হয়। সফিউদ্দিন মিয়াঁ নামে এক ব্যক্তির করাত কলে অবৈধভাবে চেরাই করা হচ্ছিল বন থেকে কেটে আনা গাছের গুঁড়ি। মিলটি ‘সিল’ করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩০সিএফটি বেআইনি কাঠ। বাজেয়াপ্ত করা কাঠের বাজারদর প্রায় চল্লিশ হাজার টাকা। খগেশ্বর কার্জি বলেন, ‘মিলটি অবৈধ না হলেও কাঠের গুঁড়ি চেরাইয়ের অনুমতি ছিল না। মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2hdGi0q
December 25, 2016 at 02:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.