গ্লোবেল নিউজ ব্যুরোঃ সারাজোভা: ভারতের সঙ্গে সমস্ত বকেয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান। এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিন দিনের বসনিয়া সফরে এসে সেদেশের পার্লামেন্টারি গোষ্ঠীর সভায় বক্তব্য রাখতে গিয়ে শরিফ দাবি করেছেন, পাকিস্তানে আইএসআইএস-এর কোনও অস্তিত্ত্ব নেই। শরিফ আরও দাবি করেছেন, পাকিস্তান আল-কায়েদা ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র মতো জঙ্গি সংগঠনগুলির মোকাবিলা করেছে।
শরিফ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তানকে চরমমূল্য চোকাতে হয়েছে। তিনি বলেছেন, আমরা আল-কায়েদা ও টিটিপি-র মুক্তাঞ্চল ও ঘাঁটিগুলি ধ্বংস করেছি।
সন্ত্রাসবাদের বিপদ খতম করতে তাঁরা বদ্ধপরিকর বলেও দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।
এম বি ফয়েজ/১৬
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hvcZas
December 22, 2016 at 01:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন