ক্রীড়া প্রতিবেদক :: বলতে বলতে বিপিএলের অন্তিমলগ্ন চলে এলো। ফাইনালের দুই দলও নির্ধারিত হয়ে গেলো। আগের দিন খুলনা টাইনান্সকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট পেয়েছিল ঢাকা ডায়নামাইটস। চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফাইনালের সেই টিকিটটা পেল রাজশাহী কিংস। মজার বিষয়, সেই খুলনাকেই হারালো ড্যারেন স্যামির দল। রাজশাহীর জয়টা ৭ উইকেটের।
আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে (ফাইনাল) তাই সাব্বির-মিরাজদের রাজশাহী কিংসকেই পেল সাকিব-রাসেলের ঢাকা ডায়নামাইটস। গ্রুপপর্বের পর দুটি বাধা পেরিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী। এলিমিনেটর ম্যাচে স্যামি ঝড়ে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসকে ৩ উইকেটে জয় পেয়েছিল তারা। আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনাকে পরাজিত করলো রাজশাহী।
অপরদিকে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ফাইনালের টিকিট পেতে প্লে-অফে খেলতে হয়েছে একটি ম্যাচ। গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৫৪ রানে বিধ্বস্ত করেছিল ঢাকা।
এখন ফাইনালের লড়াইয়ের অপেক্ষা। বিপিএলের চতুর্থ আসরের শিরোপা কার হাতে? এবারের বিপিএল কি আগের (প্রথম দুই আসরে) চ্যাম্পিয়ন ঢাকাকে বেছে নিবে? নাকি প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহীকে বেছে নেবে? উত্তরটা অবশ্য জানা যাবে ফাইনাল শেষে। দেখা যাক, রাজশাহী-ঢাকার মধ্যকার ফাইনালের লড়াইটা কেমন জমে!
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2h6l2eI
December 07, 2016 at 10:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন