ঢাকা, ৩১ ডিসেম্বর- ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি মিশন। নিউজিল্যান্ড সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টির জন্য ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়লেন ওয়ানডে স্কোয়াডের মিরাজ ও তানভীর, ঢুকলেন তাইজুল ও শুভাগত হোম। ওয়ানডেতে প্রত্যাবর্তনের পর ২০ ওভারের সিরিজেও আছেন মুস্তাফিজুর রহমান। প্রথম টি-টোয়েন্টির দল: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান। আর/১৭:১৪/৩১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hzi54E
January 01, 2017 at 12:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top