মোগলা বাজার এডুকেশন ট্রাস্ট ইউকে’র অভিষেক সম্পন্ন

মোঃ হোসাইন আহমদ,লন্ডন: দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী মোগলাবাজারের লন্ডনপ্রবাসীর সমাজিক কল্যানকর সংগঠন মোগলা বাজার ওয়েলফেয়ার এণ্ড এডুকেশন ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় লণ্ডন মুসলিম সেন্টারের দ্বিতীয় তলায় এক অনাঢ়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মোগলা বাজার ওয়েলফেয়ার এণ্ড এডুকেশন ট্রাস্টের নওশাদ আলী, সিরাজুল আমীন ও আব্দুস শহিদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জনাব এনাম আলী এমবিই, ইউকে স্পেশাল ট্রাইবুন্যাল জাজ ব্যারিস্টার নজরুল খসরু, লেইটন লিন্সলেইড টাউন কাউন্সিলের ডিপুটি মেয়র সৈয়দ মুহিবুর রহমান, কাউন্সিলার সাবিনা আকতার,

কাউন্সিলার আয়েশা চৌধুরী, কাউন্সিলার আলী আহমদ, মজিবুল হক মনি, কাজী নোমান, মুজিবুর রহমান, মাহমদ আলী, অজি মিয়া, ইসলাম উদ্দিন, মহিউদ্দিন আলমগীর, হুসাইন আহমদ, মোস্তফা আহমদ লাকী, ফজলুল করিম ফজল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, মোগলা বাজার ওয়েলফেয়ার এণ্ড এডুকেশন ট্রাস্টে মানবতার কল্যানে কাজ করছে। সংগঠনের নেতৃত্বদানকারীরা মেধাবী ও পরিশ্রমী নেতা। তাদের দক্ষতায় সংগঠনটির আরো ব্যাপক উন্নযন হবে। অনুষ্টানে সংগঠনের নতুন অভিশিক্ত দায়িত্বপ্রাপ্তরা সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।

অভিষেক অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব আবুল মতিন । মোগলা বাজার ওয়েলফেয়ার এণ্ড এডুকেশন ট্রাস্টের সকল সদস্যদের মালা পরিয়ে অভিনন্দন জানান অতিথিবৃন্দ।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মিসবাহুজ্জামান হেলাল এবং মাওলানা শাহ মিজানুল হক। সকল সদস্যবৃন্দ মোগলা বাজারের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শুরুতেই কুরআন তেলাওয়াত করেন হাফিজ খালেদ আহমদ।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2huuA1J

December 10, 2016 at 01:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top