বাসে শ্লীলতাহানি, পুলিশ ডেকে অভিযুক্তকে ধরাল ছাত্রী

শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ কলকাতা থেকে শিলিগুড়ি বাড়িতে আসার জন্য বেসরকারি বাসে উঠেছিলেন এক কলেজ ছাত্রী। শিলিগুড়ি হয়ে কোচবিহার যাওয়ার জন্য একই বাসে উঠেছিল বিষ্ণুপুরের এক যুবক। কিন্তু বাস ছাড়ার পরপরই ওই কলেজ ছাত্রীর সঙ্গে অসভ্যতা শুরু করে ওই যুবক। নানাভাবে তাঁকে উত্ত্যক্ত করার পাশাপাশি তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। বহুবার বাসের কনডাক্টারকে বলেও কোনো কাজ না হওয়ায় রবিবার সকালে বাসটি শিলিগুড়ির কাছে এসে দাঁড়াতেই বাস থেকে নেমে প্রধাননগর থানায় ফোন করে পুরো ঘটনাটি জানায় ওই কলেজ ছাত্রী। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ তেনজিং নোরগে টার্মিনাসে বাসটি ঢুকতেই তাজবুল নস্কর নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

শিলিগুড়ির পুলিশ কমিশনার সিএস লেপচা বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। এভাবে মহিলারা যদি এগিয়ে আসেন তবে কেউ আর এই ধরনের কাজ করার সাহস পাবে না।’



from Uttarbanga Sambad http://ift.tt/2hDrnwV

December 12, 2016 at 02:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top