নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা মেডিক্যাল কলেজ শনিবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ১১টার দিকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মহসিন-উজ-জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৩১ ডিসেম্বর থেকে কলেজের ক্লাস চালু এবং হল খুলে দেওয়া হবে।
শিক্ষার্থীদের তল্লাশি করে হলে প্রবেশ করানো হবে। দুইটি সামাজিক সংগঠনের আড়ালে শিক্ষার্থীরা রাজনীতিতে জড়িত হয়- এমন অভিযোগের কারণে কলেজ ক্যাম্পাসে এগুলোর কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। হল মনিটরিং কমিটিতে থেকে ছাত্ররা সমস্যার সৃষ্টি করে। তাই সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হবে।
আধিপত্য বিস্তার নিয়ে বুধবার কুমিল্লা মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত হয়। ওই দিনই কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
The post কুমিল্লা মেডিক্যাল কলেজ শনিবার খুলবে appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2iNhTnr
December 30, 2016 at 10:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন