কুমিল্লার বার্তা ডেস্ক ● জেলার সদর দক্ষিণ উপজেলার জয়কান্তা গ্রামের মো: রবিউল আলম লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির একজন নিয়মত ক্রিকেটার। সে দীর্ঘদিন কুমিল্লা জেলা দলের হয়ে ক্রিকেট খেলছে। বিগত কয়েক বছর কুমিল্লাসহ ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী বিভিন্ন জায়গায় কৃতিত্বের সঙ্গে খেলে এলাকার সুনাম অক্ষুন্ন রেখেছে।
সে মূলত পেসার অলরাউন্ডার। গতবছর কুমিল্লা জেলার প্রিমিয়ার লীগে সে সর্বোচ্চ উইকেট পেয়েছে। এমনকি গত টি টুয়েন্টি বিশ্বকাপের আগে মানিগ্রাম পেসার হান্টে পেস বলে কুমিল্লা জোনে সেরা বোলার নির্বাচিত হয়েছে।
এ বছর বিপিএলে তার খেলার সম্ভাবনা ছিল। কিন্তু এ বছরের আগস্ট মাসের ২৫ তারিখে একাডেমিতে অনুশীলন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে যায়। ডাক্তারের কাছে গেলে জানা যায়, তার কিডনি দুটি বিকল হয়ে গেছে।
ইতিমধ্যে তার পরিবার তাকে ঢাকা ল্যাবএইড হাসপাতাল, ভারতের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করিয়েছে। সে সুস্থ হয়নি। বর্তমানে তার ফুসফুসেও সংক্রমন দেখা দিয়েছে। এখন সে ঢাকায় সেন্ট্রাল ইন্টারন্যাশনাল (মোহাম্মদপুর শ্যামলী) হাসপাতালের আইসিইউতিতে মুমূর্ষ অবস্থায় আছে।
তার একটি কিডনি প্রতিস্থাপন ও ফুসফুসে অস্ত্রপাচার প্রয়োজন। এ জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকার। ইতিমধ্যে ব্যয়বহুল চিকিৎসায় পরিবারটি নিঃস্ব প্রায়। তাই সকলের প্রতি আর্থিক সাহায্য প্রার্থনা করা হচ্ছে।
যোগাযোগ:
জাহাঙ্গীর আলম,
বিকাশ নম্বর-০১৭২৬৮৪৯৪৯৭।
অথবা,
মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
একাউন্ট নম্বর-১৯৪১০১০০৮১২৩১,
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড,
ঝাউতলা শাখা, কুমিল্লা।
The post একজন ক্রিকেটারকে বাঁচাতে এগিয়ে আসুন appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hFBLIe
December 17, 2016 at 07:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন