প্রবাসী শ্রমজীবীদের ‘অর্থনৈতিক যোদ্ধা’ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক ● সৌদি আরব প্রবাসী শ্রমজীবীরা তাদের ‘অর্থনৈতিক যোদ্ধা’ পরিচয়পত্রের পাশাপাশি বিশেষ ভাতা ও স্বাস্থ্য ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় লিমার ইন্টারন্যাশনাল হোটেলে ‘প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা ও রেমিটেন্স ব্যবস্থাপনা’ বিষয়ক মতবিনিময় সভা থেকে এই দাবি জানানো হয়।

‘বৃহত্তর কুমিল্লা সমিতি, জেদ্দা’ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোজাফ্ফর আহমেদ।

প্রবাসীদের নিজ দেশের ‘শুভেচ্ছাদূত’ আখ্যায়িত করে তিনি বলেন,”জীবনের বড় একটা সময় প্রবাসে শ্রম দিয়ে অনেকে খালি হাতে দেশে ফেরেন। অনেকের কোন কাজ করার শরীরিক সামর্থ বা মানসিক শক্তি থাকে না। রোগে-দুঃখে পরিবারের বোঝা ও করুণার পাত্র হতে হয়। তাই প্রবাস ফেরত সবার জন্য বিশেষ ভাতা বা পেনশন এবং স্বাস্থ্য-বীমার ব্যবস্থা থাকা যৌক্তিক এবং জরুরি।”

পদ্মা সেতুসহ লাভজনক বৃহৎ প্রকল্পে প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মূদ্রা বিনিয়োগের ব্যবস্থা করা হলে সরকার এবং প্রবাসীরা লাভবান হবেন বলে অভিমত দেন বক্তারা।

মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তেমনি প্রবাসীদের ঘাম ও রক্তে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনৈতিক মুক্তিতে অবদান রাখছে। তাই বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রবাসীদেরকে ‘অর্থনৈতিক যোদ্ধা’ পরিচয়পত্র দেওয়ার দাবি জানান তারা।

সভায় বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন- ইমিগ্রেশন পরিচালক টিপু সুলতান, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন, কনসাল মোহাম্মদ রেজাই রাব্বি, জেদ্দা ইংরেজি স্কুলের সভাপতি কাজী নেয়ামুল বশির, বাংলা স্কুলের সহ-সভাপতি খন্দকার আবুল কালাম আজাদ, সমিতির উপদেষ্টা কাজী শাহ আলম, নাসির উদ্দিন সরকার, কাজী আমিন আহমেদ ও মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূইয়া।

The post প্রবাসী শ্রমজীবীদের ‘অর্থনৈতিক যোদ্ধা’ ঘোষণার দাবি appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2gqH3mx

December 12, 2016 at 10:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top