মুম্বাই, ২৪ ডিসেম্বর- জাদেজা প্রয়োজনের সময়ে জ্বলে ওঠেন। তাঁর বোলিং সামলাতে বিপক্ষের ব্যাটসম্যানদের রাতের ঘুম উড়ে যায়। সম্ভ্রান্ত ঘরের ছেলে একেবারেই নন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর বাবা অনিরুদ্ধ সিংহ নিরাপত্তারক্ষীর কাজ করতেন। মা লতা ২০০৫-এ এক দুর্ঘটনায় মারা যান। খুব কষ্ট করে জাতীয় দলে জায়গা পেয়েছেন জাদেজা। পারিবারিক বিপর্যয়, দারিদ্র্যের বাধা অতিক্রম করে বাঁ হাতি এই অলরাউন্ডার এখন জাতীয় দলের সম্পদ হয়ে উঠেছেন। জাদেজা প্রয়োজনের সময়ে জ্বলে ওঠেন। তাঁর বোলিং সামলাতে বিপক্ষের ব্যাটসম্যানদের রাতের ঘুম উড়ে যায়। এক সাংবাদিক বৈঠকে জাদেজা স্বীকার করে নিয়েছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে তিনি অন্যের জুতো পায়ে গলিয়েছিলেন। ওই বৈঠকেই জাদেজাকে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক, আপনার আয় কত? কত টাকা রোজগার আপনার? কাউকে রোজগারের কথা জিজ্ঞাসা করাটা সৌজন্যের মধ্যে পড়ে না। কিন্তু সেই সাংবাদিক সৌজন্যের ধার ধারেননি। তাঁর এহেন প্রশ্ন শোনার পরে যে কারোর চটে যওয়াটাই স্বাভাবিক। জাদেজা কিন্তু রাগলেন না। তাঁর রসবোধের তুলনা হয় না। সেই সাংবাদিকের প্রশ্নের জবাবে জাদেজা পালটা প্রশ্ন ছুড়ে দেন, আপনার স্যালারি কত একটু বলবেন? সেই সাংবাদিক আর জবাব দিতে পারেননি। সমুচিত শিক্ষা পেয়ে গেলেন সেই সাংবাদিক। আর/১০:১৪/২৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hcm2Mo
December 25, 2016 at 03:54AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন