হেরিটেজ ঘোষণায় ক্ষুব্ধ জলপাইগুড়ির রাজবাড়ি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ জলপাইগুড়ির রাজবাড়ি চত্ত্বরকে হেরিটেজ ঘোষণা করায় চটেছেন রাজপরিবারের প্রতিনিধিরা। রাজপরিবারের প্রতিনিধি প্রণত বসুর পুত্র সৌম্য বসুর অভিযোগ, ‘তাঁদের জমি কোনোভাবেই হেরিটেজের আওতায় আসেনি। রাজবাড়ির জমি রাজপরিবারের প্রতিনিধিদের ইচ্ছা অনুসারে ভাড়া দেওয়া যেতে পারে। এই ভাড়ার বিষয়ে পুর কর্তৃপক্ষের কোনোকিছু বলার কোনো এক্তিয়ার নেই। পুরসভা এক্তিয়ার বহির্ভুতভাবে কোনো অনুমতি না নিয়ে রাজপরিবারের জমির উপর দিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে গিয়েছে।’

পুরপ্রধান মোহন বসু বলেন, ‘রাজবাড়ির হেরিটেজ এলাকাতে বেআইনিভাবে ব্যবসা করা হচ্ছে। আমরা ব্যবস্থা নেব।’



from Uttarbanga Sambad http://ift.tt/2iQ6ZNP

December 31, 2016 at 05:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top