কলকাতা, ২৪ ডিসেম্বর- অনেক দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক নেতা আছেন। আমাকে দিয়ে বলছি, অনেক সময় দায়িত্বজ্ঞানহীন কাজ করি। যার জন্য দেশে সমস্যা তৈরি হয়। প্রথমে আমার নিজেকে সংশোধন করা উচিত। রাজনৈতিক নেতাদের কেউ ক্ষমা করবে না। বিশ্বাসযোগ্যতা না থাকলে রাজনৈতিক নেতাদের কী থাকে ? নোটবাতিল ইস্যুতে নাম না করে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেন্ট জ়েভিয়ার্স কলেজের এক অনুষ্ঠানে এসে তিনি একথা বলেন। পাশাপাশি তিনি বলেন, দুঃখের মধ্যে বড় দিন এসেছে। মানুষ না হাসলে আমি হাসতে পারি না। আমি কৃত্রিম নই। যতদিন বাঁচব ততদিন মানুষের বিপদে পাশে দাঁড়াব। মানুষ আতঙ্কিত। কেউ অ্যাকাউন্টে টাকা জমিয়েছেন। ভাবছেন, এই বোধহয় এল ED, CBI। তবে, এসব ভুলে নতুন বছরের কথা ভাবুন। কালো দিন যাতে আর ফিরে না আসে তার প্রার্থনা করব। সম্প্রতি বিধানসভায় সেন্ট জ়েভিয়ার্স ইউনিভার্সিটি বিল পাশ হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, জ়েভিয়ার্স কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। রাজারহাটে কাজ শুরু হয়েছে নতুন একটি ক্যাম্পাসের। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ইউনিভার্সিটি চালাতে বছরে ৭ কোটি টাকা সাহায্য দেবে রাজ্য সরকার। এছাড়া আসানসোলে স্যাটেলাইট টাউনশিপে ৪ একর জমি দেওয়া হয়েছে জ়েভিয়ার্স কর্তৃপক্ষকে। আর/১২:১৪/২৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hzoCNB
December 24, 2016 at 06:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন