বারডেমের হিমঘরে শাকিলের মরদেহ

1ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে শাকিলের মরদেহবাহী অ্যাম্বুলেন্স বারডেম হাসপাতালে প্রবেশ করে। বারডেমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহিদুল হক মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আগামীকাল ময়নাতদন্তের জন্য শাকিলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে লাশ আবার বারডেম হিমঘরে আনা হবে। এর আগে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে সামদাদো রেস্তোরাঁ থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বারডেম হাসপাতালের উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার বিকেলে তার মৃত্যুর খবর শুনে গুলশান-২ এর (৩৫ নম্বর রোড়ের ২৭ বাড়ি) সামদাদো রেস্তোরাঁয় একে একে ছুটে যান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও অধ্যাপক আনিসুজ্জামানসহ আত্মীয়স্বজন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের জানান, বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শাকিলের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে তাকে গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চরালগী ইউনিয়নে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hcJr0G

December 06, 2016 at 10:23PM
06 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top