মুম্বাই, ২৪ ডিসেম্বর- হাল-আমলে বলিউডের সবচেয়ে আলোচিত নায়িকা সানি লিওন। লায়লা গান দিয়ে এ ধারা আরও তুঙ্গে তুলেছেন তিনি। কারণ ছবিতে আইটেম গানের সঙ্গে তিনি নেচেছেন রইস অভিনেতা শাহরুখ খানের সঙ্গে। এবার আরও সুখবর রয়েছে সানি ভক্তদের জন্যে। চলতি বছর সেরা ব্যক্তিত্বময়ী নারীর তকমা জুটেছে তার। পশু অধিকার সংস্থা পেটার পারসন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সানি। গৃহহীন কুকুর-বিড়াল উদ্ধার ও পশু হত্যা বন্ধে প্রচারণা চালিয়ে জনসচেতনতা সৃষ্টিতে অবদান রাখায় এ অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। ওই সময় পশুর চামড়া নিয়ে ব্যবসার বিরুদ্ধেও প্রচার চালিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। চলতি বছরের শুরুর দিকে একটি বিজ্ঞাপন প্রচার করে পেটা। যেখানে বি অ্যান অ্যাঞ্জেল হয়ে পশু-পাখিদের অত্যাচার না করতে বলেন তিনি। ওই সময় একটি কুকুরকে দত্তকও নেন সানি। পেটার কর্মকর্তা জানান, সানির উদারতা প্রমাণ করে তিনি ভেতর থেকেও সুন্দর। পেটা সবাইকে বলছে পশু-পাখি দত্তক নিন। তাদের কিনে পুষবেন না। স্বাস্থ্যকর খাবারের নামে পশু মারবেন না। এর আগে ক্রিকেট লিজেন্ড কপিল শর্মা, অভিনেত্রী হেমা মালিনী, আর মাধবন ও জ্যাকলিন ফার্নান্ডেজকেও এ খেতাব দিয়েছে পেটা। সূত্র:ইন্ডিয়া টুডে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2idhDLg
December 25, 2016 at 02:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top