মুম্বাই, ২১ ডিসেম্বর- বলিউডে শ্রীদেবীর ৫০ বছর হবে ২০১৭ সালে। তিনি ৬০ এর দশকে বলিউডে পা রাখেন। এক সময়ের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর দীর্ঘ বলিউড ক্যারিয়ারের সুবর্ণ জয়ন্তী বিশেষভাবে পালনে উৎসাহী তার স্বামী এবং পরিচালক বনি কাপুর। শ্রীদেবীর ভক্ত সংখ্যা অগুনতি। একসময় বহু সম্পর্কে জড়িয়েছেন তিনি। শ্রীদেবীর মিস্টার ইন্ডিয়া ছবিতে কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত, এখনও দর্শক মনে অন্যরকমের শিহরণ তোলে। তার বলিউডি কেরিয়ারে পঞ্চাশ বছর পূর্ণ হওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। সেকথা মনে রেখে বনি কাপুর তাই সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছরই শ্রীদেবীর পরবর্তী ছবি, তাদের নিজস্ব প্রডাকশনের মম মু্ক্তি পাবে। এই ছবিতে শ্রীদেবী ছাড়াও রয়েছেন নওয়াজউদ্দীন সিদ্দিকি এবং অক্ষয় খন্না। ১৯৬৩ সালে আম্মা আয়েঙ্গার ছবি দিয়ে রুপালি দুনিয়ায় পথ চলা শুরু শ্রীদেবীর। তারপর শুধু বিস্ফোরণ ঘটেছে পর্দায় শ্রীদেবীর অভিনয়ের, রূপের। আগামী বছর মম-এর মুক্তি প্রসঙ্গে বনি কাপুরের মত, এটা পুরোটাই ভাগ্য, যে শ্রীদেবীর বলিউডি কেরিয়ারের পঞ্চাশ বছরেই শেষ হচ্ছে মম-এর কাজ। আর/১০:১৪/২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ha8wMM
December 22, 2016 at 04:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top