রফিকুল ইসলাম রফিক, ব্যুরো রিপোর্টঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজিবি, র্যাব, পুলিশ, নৌ-পুলিশ, শিল্প পুলিশ, কোস্টগার্ড ও আনসার বাহিনীসহ ৭টি বাহিনীর প্রায় সাড়ে ৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকছে। এর মধ্যে ২২ প্লাটুন বিজিবির মধ্যে নারায়ণগঞ্জ সদরে ৭ প্লাটুন, সিদ্ধিরগঞ্জে ১০ প্লাটুন ও বন্দরে ৫ প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়াও ৩২ ব্যাটেলিয়ন র্যাব, পুলিশ ৪ হাজার, শিল্প পুলিশ ২শ’ কোস্টগার্ড ৩ প্লাটুন, নৌ-পুলিশ ৩ প্লাটুন ও আনসার ১ প্লাটুন। সাড়ে ৫ হাজার বিভিন্ন ওয়ার্ডে মোবাইল টিম ও স্টাইকিং থাকবে। বাকি ৪ হাজার পুলিশ ও আনসার ১৭৪ কেন্দ্রে স্থায়ী দায়িত্বে থাকবে। অপরদিকে ৭১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৮৫টি মোবাইল কোর্ট মাঠে কাজ করবে।
ডা. আইভী ও সাখাওয়াত কখন ও কোথায় ভোট দিবেন:
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ১৬নং ওয়ার্ডের ভোটার। তিনি সকাল সাড়ে ৯টায় পশ্চিম দেওভোগ এলাকার শিশুবাগ স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে বিএনপি’র মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান সিটি এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি সকাল ৮টায় আদর্শ হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্র তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাধারণ ভোটাররা কি ভাবছেন?
৬ নম্বর ওয়ার্ডের ভোটার মাহফুজ জানান, ভোটের দিন সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এখনও কোন কাউন্সিলর প্রার্থী ও তাদের লোকজন তাদের প্রার্থীকে দিতে আমাদেরকে ভয়ভীতি দেখায়নি। তবে ঠেলাগাড়ির মার্কার (মতিউর রহমান) একটি আতঙ্ক কাজ করছে। ঠেলাগাড়ির মার্কার লোকজন টাকা ছড়াচ্ছে বলেও শুনা যাচ্ছে।
৪ নম্বর ওয়ার্ডে ভোটার শিক্ষক রুবেল হোসেন জানান, এখন পর্যন্ত আমাদের মধ্যে ভোট নিয়ে কোন শঙ্কা কাজ করছে না। তবে নির্বাচনের পরে সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের ভোটার সিরাজুল ইসলাম জানান, কোন প্রার্থী কিংবা তাদের লোকজন কারো পক্ষে ভোট দিতে হুমকি-ধমকি দেয়নি। অনেক কাউন্সিলর প্রার্থী যে যার মতো ভোট চেয়ে গেছেন। তাদেরকে ভোট দিতে হবে এমন কোন ভয়ভীতি দেয়নি। তবে আমাদের মধ্যে এখনও কোন শঙ্কা কাজ করছে না। আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই।
৫ নম্বর ওয়ার্ডের ভোটার শামীম রহমান জানান, নৌকা ও ধানের শীর্ষ নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে কাউন্সিলর প্রার্থীর কেউ ভোট দেয়ার জন্য হুমকি-ধমকি দেয়নি। এমনকি এখন পর্যন্ত কোন চাপ সৃষ্টি করেনি। ২ নম্বর ওয়ার্ডের ভোটার এ্যাডভোকেট আনিছুর রহমান জানান, এখনও ভোট নিয়ে কোন আতঙ্ক নেই। র্যাব, পুলিশ ও বিজিবি টহল দিতে দেখেছি। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। তবে আশা করছি সুষ্ঠু নির্বাচনই হবে। কোন প্রকার ঝামেলা পূর্ণ নির্বাচন আমরা চাই না। ৫ নম্বর ওয়ার্ডের ভোটার সিদ্ধিরগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম জানান, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোন ঝামেল সৃষ্টি হয়নি। তবে নির্বাচনের দিন সকাল বেলা বুঝা যাবে কোন ঝামেলা হয় কিনা। তবে আইনশৃঙ্খলাবাহিনী মাঠে আছেতো তাই কোন ঝামেলা হবে বলে আমি মনে করছি না।
৭ মেয়র প্রার্থীসহ ২০১ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেঃ
১৪ নবেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। ২৪ নবেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ ছিল। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় ২৬ ও ২৭ নবেম্বর। ৪ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ৫ ডিসেম্বর ২০১ বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ১৮ নবেম্বর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। এদিকে ২৩ নবেম্বর বিএনপি’র মনোনয়ন বোর্ড নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার বাদী পক্ষে আইনজীবি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে বিএনপি’র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। গত ২৪ নবেম্বর আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও বিএনপি’র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৯ মেয়র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এদের মধ্যে নিয়ম অনুযায়ী ভোটারের স্বাক্ষর না থাকায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এদিকে ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৭৬ জন এবং ৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে একজন ও নারী কাউন্সিলরসহ ১৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবরে আপিল করে এক নারী কাউন্সিলর প্রার্থীসহ ৬ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে সমর্থন দিয়ে মেয়র পদে জাসদ (ইনু) মোসলেম উদ্দিন আহেম্মদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। প্রত্যাহারের শেষ দিনে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সর্বশেষ এলডিপির কামাল প্রধান ও কল্যাণ প্রার্থীর রাশেদ ফেরদৌস বিএনপি’র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সর্বশেষ আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও বিএনপি’র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৫ মেয়র প্রার্থী, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ জন কাউন্সিলর প্রার্থী ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্য মেয়র প্রার্থীরা হলেন- বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা এজহারুল হক (মিনার), ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ (হাতপাখা)।
অতিঝুকিপূর্ণ ৭৪ কেন্দ্র : সর্বমোট ১৭৪ টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রকে অতিঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নারায়ণগঞ্জে দায়িত্বপালনকারী একটি গোয়েন্দা সংস্থা। এই কেন্দ্র গুলো হচ্ছে।- ১ নম্বর ওর্য়াড: জিয়াউল হক ইসলাম মডেল হাইস্কুল-বাতেন পাড়া, মিজমিজি পাইনাদি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ভোট কেন্দ্র-১, মিজমিজি পাইনাদি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ভোটকেন্দ্র-২। ২ নম্বর ওর্য়াড: মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-২, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-৩, আনন্দলোক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র, কান্দাহার।
৩ নম্বর ওর্য়াড: মাহমুদ ফেরদৌস মডেল স্কুল বাগমারা, সানারপাড় শেখ মরতুজা আলী উচ্চ বিদ্যালয় (পুরাতন ভবন)- সানারপাড়, গোল্ডেন চাইল্ড ইন্টা: স্কুল নিমাইকাশারী, বদরুন্নেছা আইডিয়েল স্কুল এন্ড কলেজ রসুলবাগ, আলী আকবর মডেল হাই স্কুল রসুলবাগ, সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৪ নম্বর ওর্য়াড: পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, আটি। শিমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিমরাইল। শিমরাইল দারুচ্ছুন্নাহ নেছারিয়া ছালিহা সিনিয়র মাদ্রাসা, শিমরাইল।
৫ নম্বর ওর্য়াড : সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র-১ আজবপুর, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র-২ আজিবপুর, সিদ্ধিরগঞ্জ দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয় কলাবাগ পূর্ব, সফুরা খাতুন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ গোদনাইল। ৬ নম্বর ওর্য়াড: সুমিলপাড়া সরকারী প্রাথমিক সুমিলপাড়া, নুরে মদিনা দাখিল মাদ্রাসা, সুমিলপাড়া, চর সুমিলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়ল- সুমিলপাড়া, আদমজীনগর এ্যাকটিভ হাই স্কুল- নতুন বাজার, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়-কদমতলী।
৮ নম্বর ওর্য়াড: পপুলার ধনকুন্ডা হাই স্কুল-ধনকুন্ডা, অস্থায়ী ভোটকেন্দ্র পপুলার ধনকুন্ডা হাইস্কুলের সংলগ্ন, বি কে চাইল্ড হাই স্কুল, গোদনাইল বাস স্ট্যান্ড, তাতঁখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় তাতখানা-১, পাঠানটুলী আইলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়- আইলপাড়া, আব্দুল আজিজ বিদ্যা নিকেতন, এনায়েতনগর, জালকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালকুড়ি। ৯ নম্বর ওর্য়াড: জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজ (মহিলা ভোটকেন্দ্র)। ১১ নম্বর ওর্য়াড: ৪৬-৪৭ নং খানপুর বালক ও বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১২ নম্বর ওর্য়াড: নারায়ণগঞ্জ বার একাডেমী, খানপুর ভোটকেন্দ্র-১, নারায়ণগঞ্জ বার একাডেমী খানপুর ভোটকেন্দ্র-২, নারায়ণগঞ্জ বার একাডেমী খানপুর ভোটকেন্দ্র-৩।
১৩ নম্বর ওর্য়াড: নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ঈদগাহ মাঠ, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ঈদগাহ মাঠ ভোটকেন্দ্র-১, আদর্শ স্কুল নারায়নগঞ্জ ঈদগাহ মাঠ ভোটকেন্দ্র-২, সরকারী তোলারাম কলেজ ভোটকেন্দ্র-১, সরকারী তোলারাম কলেজ ভোটকেন্দ্র-২। ১৬ নম্বর ওর্য়াড: বাবুরাইল বেপারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশুবাগ বিদ্যালয় পশ্চিম দেওভোগ, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় দেওভোগ, বাবুরাইল বালক বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-১, বাবুরাইল বালক বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-২।
১৭ নম্বর ওর্য়াড: পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-১, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-২, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-৩। ১৮ নম্বর ওর্য়াড: ১০ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় শীতলক্ষা, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাষ্ট অব বেঙ্গল-শীতলক্ষা, গোগনগর সমাজ কল্যান পরিষদ কমিউনিটি সেন্টার-শহীদ নগর, নতুন গোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়-শহীদনগর। ২০ নম্বর ওর্য়াড: ৫২ নম্বর সোনাকান্দা বেপাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-২, ৫১ নম্বর সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় সোনাকান্দা। ২১ নম্বর ওর্য়াড: সালেহনগর তৈয়ব হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। ২২ নম্বর ওর্য়াড: বন্দর শিশু নিকেতন কুমার পাড়া। ২৩ নম্বর ওর্য়াড: একরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় উইলসন রোড ভোটকেন্দ্র-১, নবীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র-১, কদমরসুল ডিগ্রী কলেজ ভোটকেন্দ্র-১।
২৪ নম্বর ওর্য়াড: ৪৬ নম্বর কদম শরীফ সরাকারী প্রাথমিক বিদ্যালয়, ৬২ নম্বর কাজী নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় চৌরাপাড়া। ২৫ নম্বর ওর্য়াড: লক্ষনখোলা বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষনখোলা দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২৬ নম্বর ওর্য়াড: ঢাকেশ্বরী মিলস উচ্চ বিদ্যালয়। ২৭ নম্বর ওর্য়াড: কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-১।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং-ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান
আমাদের লিফলেট বিতরণের উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে নিরাপদে, উৎসবমুখর পরিবেশে, ভোট দিতে পারে। এখানে যাতে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয়, নারায়ণগঞ্জের এই নির্বাচনটা যেন একটা মডেল নির্বাচন হয়, সেইজন্য সবাইকে সর্তক, সচেতন করা এবং আশ্বস্ত করা। সে কারণেই আমাদের নারায়ণগঞ্জে আসা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, অবশ্যই এই নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের জন্য সব কাজই চ্যালেঞ্জিং। এটার কোন ব্যাতয় নাই। এই নির্বাচনটি বাংলাদেশে একটি মডের নির্বাচন হোক সেটাই আমরা চাই। নির্বাচন নিয়ে কেউ যাতে কোন প্রশ্ন করতে না পারে এবং নির্বাচন যাতে সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেইজন্যই আমাদের এই প্রক্রিয়া।
আওয়ামীলীগ প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীর দাবী করা সিদ্ধিরগঞ্জ ওসিকে প্রত্যাহার করার বিষয়ে ডিআইজি বলেন, এই সময়ে কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করার এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। এখন কমিশন যদি মনে করে কোন ওসি কে প্রত্যাহার করা প্রয়োজন তাহলে তিনি করবেন। তবে আমরা মনে করিনা এই মুহূর্তে কাউকে প্রত্যাহার করার প্রয়োজন আছে। যদি প্রয়োজন মনে করেন, কমিশনের লোকজন আছেন, গোয়েন্দা সংস্থার লোক, বিভিন্ন সংস্থার লোকজন এবং আমাদের লোকজন মাঠে কাজ করছে, যদি এই রকম পরিবেশ তৈরি হয়, যে কোন লোক পক্ষপাতিত্ব করছে, অথবা তার কাজ গ্রহণযোগ্য নয় বা নির্বাচন পরিপন্থি, প্রার্থীদের পরিপন্থি, যদি এমনই হয়, তাকে রাখা সমুচিন হবেনা তাহলে নির্বাচন কমিশন আদেশ দিলে আমরা ঐ ওসি কে প্রত্যাহার করে নিব। দেশের অন্যান্য স্থানেও নির্বাচন হয়। যে কোন স্থানের চেয়ে বর্তমানে নারায়ণগঞ্জে নির্বাচনের পরিবেশ অনেক ভালো আছে এবং বুধবার উৎসবমূখর পরিবেশে নির্বাচন হবে। মানুষ যাতে ঘরে না থাকে, সকলেই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের কোন প্রশ্নই আসেনা।এই ধরনের সুযোগই কেউ পাবেনা।
এবার মোট ভোটার পৌঁনে ৫ লাখ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এবার মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ১ লাখ ৭৫ হাজার ৬২১ জন, সিদ্ধিরগঞ্জে ১ লাখ ৮৫ হাজার ৯৯৭ জন ও বন্দর ১ লাখ ১৩ হাজার ৩২২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৪টি। মোট ভোট কক্ষের সংখ্যা- ১ হাজার ৩শ’ ৪টি, অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১২৬টি। এ নির্বাচনে সাধারণ ওয়ার্ড ২৭টি ও সংরক্ষিত নারী ওয়ার্ড ৯টি।
সোনারগাঁওয়ে কার্ভাডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিপরদী এলাকায় দ্রুতগ্রামী কার্ভাডভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম বাবা মহসিন আলী (৪০) ও মেয়ে মনিকা আক্তার (১৪)। তারা দু’জন সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বেড়াতে এসে ফেরার পথে এ দূর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যান আটক করেছে। তবে চালক পালিয়ে যায়। কাঁচপুর হাইওয়ে পুলিশ সড়ক দূর্ঘটনার বাবা মেয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বাসা ৭১/৬ উত্তর যাত্রাবাড়ী, ঢাকা।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলম জানান, গতকাল বুধবার সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মোটর সাইকেল যোগে ঢাকার যাত্রাবাড়ী এলাকার মহসিন আলী মেয়ে নিয়ে বেড়াতে আসে। বুধবার বিকেলে ঢাকায় ফেরার পথে মহাসড়কের সোনারগাঁও পৌরসভার টিপরদী এলাকা অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা কার্ভাডভ্যান ( ঢাকা মেট্রো-ট-০৬-০৩৬০) মোটর সাইকেলকে দ্রুতবেগে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে মেয়ে মনিকা আক্তার মারা যায়। আহত হয় বাবা মহসিন আলী। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা মহসিন আলী মারা যায়। পুলিশ নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক কার্ভাডভ্যানটি আটক করে। তবে কার্ভাডভ্যানের চালক পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে বৃত্তি পরিক্ষা। উক্ত বৃত্তি পরিক্ষায় ২টি কেন্দ্রে মোট ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২০৫ জন ও দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে ৩২টি প্রতিষ্ঠানের ৬১২ শিক্ষারর্থী অংশগ্রহন করে। সকাল ১০টায় ২টি পরিক্ষা কেন্দ্র পরির্দশন করেন গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন। এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষার প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক ও গিয়াসউদ্দিন ইসলামিক কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, উপ-নিয়ন্ত্রক ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ভারপপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষা ফাউন্ডেশনের আহবায়ক শিশির ঘোষ অমর, সদস্য সচিব বাসুদেব, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর কবির, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্বা রফিকুল ইসলাম আসরাফী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রধান শিক্ষকরা। #
রফিকুল ইসলাম রফিক
নারায়ণগঞ্জ
তাং ২১-১২-২০১৬
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hW70ik
December 22, 2016 at 01:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন