মুম্বই, ২৭ ডিসেম্বরঃ কমতে পারে কর্পোরেট কর। বাড়তে পারে আয়কর ছাড়ের ঊর্ধসীমাও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির এই ইঙ্গিতে চাঙ্গা হল ভারতীয় শেয়ার বাজার। আজ ঊর্ধমুখী ছিল আন্তর্জাতিক শেয়ার বাজারগুলিও। ফসস্বরূপ গত কয়েকদিনের টানা পতনের পর একলাফে অনেকটাই বাড়ল শেয়ার সূচক। বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৪০৬.৩৪ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ২৬২১৩.৪৪ পয়েন্টে। একই সঙ্গে বেড়েছে ন্যাসনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। ১২৪.৬০ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছেছে ৮০৩২.৮৫ পয়েন্টে। সূচক ঊর্ধমুখী হলেও, এর স্থায়িত্ব নিয়ে সন্দিহান অনেক বিশেষজ্ঞই। তাদের দাবি, এই সপ্তাহেই আগাম কেনাবেচার সেটলমেন্ট করার শেষ দিন। তাই আগে যারা শেয়ার বিক্রি করেছিলেন, তাঁরা পড়তি বাজারে শেয়ার কিনেছেন। আগামীদিনে সূচকের ওঠানামা নির্ভর করবে বিদেশি লগ্নির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়লে এ দেশ থেকে সরতে পারে বিদেশি লগ্নি। বাজেট পর্যন্ত এই ওঠানামা চলবে জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, বাজেটের পরই স্থিতিশীলতা ফিরে আসবে শেয়ার বাজারে।
from Uttarbanga Sambad http://ift.tt/2iCXH7R
December 28, 2016 at 02:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন