খড়িবাড়ি, ২১ ডিসেম্বরঃ নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি এলাকায় অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে বুধবার বিকেলে দলমত নির্বিশেষে পথে নামলেন মহিলারা। মাদক বিরোধী মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পানিট্যাংকি বাজার ও গৌড়িসিংজোত এলাকার বেশ কয়েকটি দোকান ও বাড়িতে এসএসবি ও পুলিশের নাকের ডগায় অবাধে ব্রাউন সুগার, নোশার ইনজেকশন ও ট্যাবলেট বিক্রি হচ্ছে বলে অভিযোগ। এর আগেও অনেকবার ধরপাকড় চালিয়েছে এসএসবি ও পুলিশ। কিন্তু স্থানীয় প্রভাবশালী একাধিক নেতার মদতে মাদক ব্যবসায়ীরা নতুন উদ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসী অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে আন্দোলন করায় মাদক ব্যবসায়ীরা পাল্টা তাদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। খড়িবাড়ি পুলিশ জানায়, আবেদনের ভিত্তিতে খুব দ্রুত এলাকার মাদক ব্যবসায়ীদের সন্দেহজনক ঠেকগুলিতে হানা দেওয়া হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2hWiJLH
December 22, 2016 at 04:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.