মহারাজপুরে ট্রাক্টর ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে আজ ভোরে ট্রাক্টর ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে মিশুক চালক শিবগঞ্জের চককির্তি ইউনিয়নের চতারা গ্রামের তোফাজ্জল হোসেন (৫৫)। আহতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কানসাট বিশ্বানথপুরের তরিকুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (২২), একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া গ্রামের বেবী বেগম (৫০), রাজশাহী মিয়াপুর গ্রামের সোলেমান বিশ্বাসের মেয়ে রুপালী বিশ্বাস (২৫) ও জোসনা (২০) ও অজ্ঞাত একজন।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুরে শিবগঞ্জে থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসা যাত্রীবাহী মিশুকের সঙ্গে বিপরীতগামী ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষ হয়। সংঘর্ষে মিশুকটি দুমড়ে মুচড়ে যায়। এতে মিশুক চালক তোফাজ্জল ঘটনাস্থলেই মারা যায়। মারাত্মকভাবে আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাপাতালে ভর্তি করা হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১২-১৬


from Chapainawabganjnews http://ift.tt/2hjF9cm

December 23, 2016 at 08:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top