১৪৪ বছরের ঘন্টার সঙ্গে ক্যারল গান জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ১৮ ডিসেম্বরঃ বয়স ১৪৪ বছর। তবে বয়সের ভারে একটুও জৌলুস হারায়নি জলপাইগুড়ির ঐতিহ্যবাহী  ১৪৮ বছরের পুরনো সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চের ছাদের ওপরের চকচকে ঘন্টাটি। রবিবারের পবিত্র সকালে চার্চের ঘন্টা বাজিয়ে ক্যারলের নির্ঘন্ট ঘোষণা করা হল। যিশুর জন্মের বার্তাবাহী গান গাইতে বেরিয়ে পড়েন দীপেন মন্ডল, সাহু, পিটাররা। সকলের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হল। বড়দিনের আগে যিশুর বার্তা সকলের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে গান গাইতে গাইতে তাঁরা বিভিন্ন এলাকা পরিক্রমা করেন।

সকাল ১০টায় ঘন্টা বাজালেন চার্চের বর্ষীয়ান কর্মী বোধন সাহু। ঘন্টার শব্দ হতেই চার্চের সামনে সমবেত প্রত্যেকেই প্রার্থনাকক্ষে উপস্থিত হলেন। বাইবেল পাঠের সঙ্গে গাওয়া হল গান। জানিয়ে দেওয়া হল ক্যারলের নির্ঘন্ট। চার্চের কোষাধ্যক্ষ পিটার জানান, এই ঘন্টাটি ১৮৭২ সালে ইংল্যান্ডে তৈরি হয়েছিল। চার্চ কর্তৃপক্ষ ১৪৪ বছর ধরে ঘন্টাটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষন করেছে।

প্রতি বছরের মত এবছরও ২৪ ডিসেম্বর রাত ১২টায় চার্চে ঘন্টাধ্বনির মাধ্যমে বড়দিনকে স্বাগত জানানো হবে। এখন শুধু সময়ের অপেক্ষা।



from Uttarbanga Sambad http://ift.tt/2hNbGnX

December 18, 2016 at 09:38PM
18 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top