রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে কৌড়িয়া মাদ্রাসার মিছিল-সভা

3-12-16-4

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণগত্যার প্রতিবাদে বিশ্বনাথে জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২টায় মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজারে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে আবারো বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ মুহসিন আহমদের সভাপতিত্বে ও মুহাদ্দিছ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামেয়ার শিক্ষক মাওলানা আরজুমন্দ আলী জালালী, মাওলানা মুফতি শাহনুর আহমদ, মাওলানা কবির আহমদ, হাফিজ সিরাজ উদ্দিন হুসাইনী, মাওলানা আব্দুল ওয়াদূদ বিন্নাকুলী, মাওলানা রুহুল আমিন শাহার প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আনোয়ার হুসাইন।

সভায় বক্তারা, মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদের উপর দেশটির সেনা ও বৌদ্ধ ভিক্ষুদের নির্মম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্ভে তা বন্ধ করার আহ্বান জানান। বক্তারা বলেন, কোন ইহুদি-খৃষ্টান নিহত হলে জাতিসংঘ সরব হলেও মিয়ানমারে গণহত্যার ব্যাপারে তারা নিরব। মানবিক দৃষ্টিকোন থেকে সীমান্ত খুলে দেওয়াসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gT8ash

December 03, 2016 at 09:52PM
03 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top