মুম্বাই, ১০ ডিসেম্বর- জনপ্রিয়তার দিক থেকে আমির খান ও সালমান খানকেও হার মানালো তামিল তারকা রজনীকান্ত। সম্প্রতি ভারতের সেরা দশ সিনেমার ট্রেইলারে এক নম্বরে জায়গা করে নিয়েছে রজনীকান্ত-এর সর্বশেষ ছবি কাবালির ট্রেইলার। মুক্তির পরেই ঝড় তুলেছিলো আমির খানের দাঙ্গাল ও সালমান খানের সুলতান ছবির ট্রেইলার। কিন্তু এবার সব ছবিকে পেছনে ফেলে এ বছরের সব চেয়ে বেশিবার দেখা ট্রেইলারের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে কাবালির নাম। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুধু ট্রেইলারই নয় এ বছরের অন্যমত সেরা হিট ছবিরও তকমা জুটেছে রজনীকান্ত-এর নতুন এই সিনেমার কপালে। বক্স অফিসে প্রায় ৫৫০ কোটির ব্যবসা করেছে এ গ্যাংস্টার ঘরানার ছবিটি। অন্যদিকে বছরের দ্বিতীয় সেরা ছবি হিসেবে উঠে এসেছে সুলতান ছবিটি। এ যাবত প্রায় ৮৪ কোটি রুপি আয় করেছে সালমান খানের এ ছবিটি। আমির খানের নতুন ছবি দাঙ্গাল মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর। ইতোমধ্যেই ট্রেইলারে বাজিমাত করেছে নিতেশ তিওয়ারির এই নতুন ছবিটি। আর/১০:১৪/১০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hiQm9S
December 11, 2016 at 04:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top