টরন্টো, ১৩ ডিসেম্বর- গত ১১ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হল বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর ৪৫তম বিজয় দিবস উদযাপন ও টিবিপিএসির সহযোগিতায় ১১তম কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা। পবিত্র কোরআন তেলওয়াত ও ধর্মের বানীর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কানাডা শাখা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন কনভেনর জনাব মুজিবুর রহমান। মহান মুক্তিযুদ্ধের উপর বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মুহাম্মদ সহ সভাপতি মাহবুবুল হক এবং অন্টারিও প্রাদেশিক সংসদ সদস্য বিচ-ইস্ট ইয়র্কের এমপিপি আর্থার পটস। কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন সংঠনের সাবেক সভাপতি মির্জা শহীদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শামসুল আলম, সাপ্তাহিক দেশেরআলোর সম্পাদক সায়দুন ফায়সল, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ চৌধুরি, শিক্ষক তওহিদ নোমান, সহকারী কো-অরডিনেটর ডঃ কবিরুল মোল্লাহ, ওবি ইসি এসএস এর পরিচালক এস এম কিবরিয়া প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহনকারী প্রত্যেক প্রতিযোগীদের মধ্যে সনদপত্র বিতরন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি খোশনুর রশিদ চৌধুরী, বিসিএস এর নির্বাহী পরিচালক ডঃ নাছিমা আক্তার, রোমান চৌধুরী, জামাল উদ্দিন, মুজাহিদুল ইসলাম, রনি চৌধুরী, জাকারিয়া চৌধুরী, রিফাত চৌধুরী, মাহবুব চৌধুরী, আ ন ম ইউসুফ, সাইদ চৌধুরী দিপু, বেলায়েত হোসেন রিপন, ফারহানা খান এবং রিনি সাখাওয়াত। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্য কলা কেন্দ্র। পরিচালনা করেন বিপ্লব কর, সংগীত পরিবেশন করেন মোঃ সোহেল, আশিক চৌধুরী আসিফ, রিঙ্কু, শাহানা কাজী এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কানাডা শাখা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gFMdjn
December 14, 2016 at 11:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top