মুম্বাই, ২৭ ডিসেম্বর- টাকা খরচ করে সিনেমা দেখতে তো যান। কিন্তু কী দেখতে চান হলে গিয়ে? নায়কের মারপিট আর নায়িকার গ্ল্যামার? এই ধারণার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। কিন্তু দক্ষিণী পরিচালক সুরজের এমনটাই মত। সে কারণেই তাঁর ছবির নায়িকাদের নাকি পোশাক যতটা ছোট হয় ততই ভাল। বড় পর্দায় একেবারেই নায়িকাদের শাড়ি পরাতে চান না তিনি। বরং কস্টিউম ডিজাইনার পোশাক সিলেক্ট করার সময় যদি নায়িকার পোশাক হাঁটু পর্যন্ত থাকে, তা আরও ছোট করার পরামর্শ দেন সুরজ। কারণ? দর্শক নাকি টাকা খরচ করে টিকিট কেটে সিনেমা দেখতে আসেন গ্ল্যামারাস নায়িকাকে দেখবেন বলে। সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করে দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়ার রোষের শিকার হলেন পরিচালক। শেষ পর্যন্ত শুধু তামান্নাই নন, বাকি নায়িকাদের কাছেও ক্ষমা চাইতে হল সুরজকে। ঘটনাটি কী? গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে সুরজ পরিচালিত কাত্থি সানদাই। মুখ্য চরিত্রে রয়েছেন বিশাল এবং বাহুবলী খ্যাত তামান্না। গত সোমবার মিডিয়ার সামনে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে সুরজ বলেন, দর্শক টাকা দিয়ে সিনেমা হলে আসেন নায়কের মারপিটের দৃশ্য আর নায়িকার গ্ল্যামার দেখার জন্য। পরিচালক হিসেবে আমি কখনও চাইব না নায়িকা শাড়ি পরুক, বরং ছোট পোশাক পরাব। সুতরাং আমরা আশা করব এই ছবিতে তামান্নাকে গ্ল্যামারাস দেখতে লাগবে। আর যে কোনও কর্মাশিয়াল ছবিতে গ্ল্যামার তো থাকবেই। এই মন্তব্য শোনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন তামান্না। টুইট করেন, এটা ২০১৬। এই মন্তব্যটা যখন দেখি তখন আমি দঙ্গলের মতো একটা ছবি, যেখানে মহিলাদের শক্তি দেখানো হয়েছে, দেখছিলাম। দেখতে দেখতে মাঝপথে উঠে এসেছি এ বিষয়টা নিয়ে এখনই কিছু বলব বলে। আমার পরিচালক যা বলেছেন তাতে আমার রাগও হয়েছে, খারপও লেগেছে। শুধু আমি নই, ইন্ডাস্ট্রির সব মহিলাদের কাছেই ওঁর ক্ষমা চাওয়া উচিত। আমরা অভিনেতা। অভিনয় করতে এসেছি। দর্শকদের কাছে ভোগ্যপণ্য হিসেবে নিজেদের দেখানোর জন্য নয়। গত ১১ বছর ধরে আমি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছি। যে পোশাকে আমি স্বচ্ছন্দ সব সময় তেমন পোশাকই পরেছি। আমি শুধু দর্শকদের বলতে চাইব, এই বক্তব্য কোনও নির্দিষ্ট ব্যক্তির। এটা শুনে গোটা ইন্ডাস্ট্রিকে বিচার করবেন না। তামান্নার টুইটের পর ক্ষমা চেয়ে নেন সুরজ। বলেন, শুধু তামান্না নন, আমি ইন্ডাস্ট্রির সব নায়িকাদের কাছেই ক্ষমা চাইছি। কাউকে আঘাত দেওয়ার জন্য আমি কিছু বলিনি। আমার বলা কথা আমি ফিরিয়ে নিচ্ছি। একা তামান্না নন, অভিনেত্রী নয়নতারাও এই বক্তব্যের জন্য সুরজের তীব্র সমালোচনা করেছেন। তাঁর কথায়, সুরজ কোন যুগে বাস করছেন? কী ভাবে ইন্ডাস্ট্রির একজন এমন সস্তা মন্তব্য করেন? আর উনি কোন দর্শকদের কথা বলছেন? যাঁরা নায়িকাদের খারাপ চোখে দেখবেন হলে সিনেমা হলে আসেন? গোটা ঘটনায় কোণঠাসা সুরজ সোশ্যাল মিডিয়ায় বেশ তোপের মুখে পড়ে গেছেন। ইন্ডাস্ট্রি তো বটেই, বহু সাধারণ মানুষও তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন। আর/১০:১৪/২৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ib6KtP
December 28, 2016 at 05:43AM
27 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top