উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ এবার থেকে পেটিএম ব্যাবহার করতে আর প্রয়োজন হবে না ইন্টারনেট ডেটার। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এমন অনেকে আছে যারা ইন্টারনেট ব্যবহারে স্বাচ্ছন্দ নন। এটাও যেমন সত্যি, তেমনি এটাও স্বীকার করে নেওয়া ভালো যে, এখনও অর্ধেকের বেশি মানুষের কাছে পৌঁছায়নি স্মার্টফোন। বলা ভালো অ্যাফোর্ড করতে পারেন না। এই বিশাল সংখ্যক মানুষের কথা মাথায় রেখেই পেটিএম সংস্থা নতুন ব্যাবস্থাটি চালু করার কথা ভেবেছে।
১৮০০ ১৮০০ ১২৩৪ এই টোল-ফ্রি নম্বরে ফোন করেই ক্রেতা এবং বিক্রেতা যাবতীয় কেনাকাটা করতে পারবেন। এমনকি রিচার্জ বা টাকা ট্রান্সফার সবকিছুই করা যাবে এই ই-ওয়ালাট অ্যাপের মাধ্যমে। কিন্তু শর্ত একটাই। প্রথমে নিজের মোবাইল নম্বর দিয়ে পেটিএম-এ রেজিস্টার করতে হবে। এরপর একটি চার ডিজিটের পেটিএম পিন দিতে হবে। তবে পেটিএম অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমবার অবশ্যই প্রয়োজন হবে ইন্টারনেট ডেটার । ইন্টারনেটের পাশাপাশি প্রথমবার প্রয়োজন হবে স্মার্টফোনেরও।
from Uttarbanga Sambad http://ift.tt/2gktmZv
December 07, 2016 at 09:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন