মুম্বাই, ১৪ ডিসেম্বর- ভারতীয় সংগীতের এক জাদুকরের নাম এ আর রহমান। ২০০৯ সালের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনেও শ্রেষ্ঠ সব কীর্তি রয়েছে তার। সেবার দুটি গানে অস্কার পেয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত এ সংগীতজ্ঞ। স্লামডগ মিলিওনিয়ার ছবির জয় হো গানের জন্য অস্কার পেয়েছিলেন তিনি। এরপর হলিউডের সিনেমাতেও সুর দিয়েছেন অনেক গানের। পেয়েছেন তুমুল জনপ্রিয়তাও। জানা গেল, এবারও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) সম্মানের জন্য মনোনীত হয়েছেন তিনি। আন্তর্জাতিক তথ্যচিত্র পেলে: বার্থ অব অ্য লিজেন্ড-এর আবহসংগীতের সুর দেওয়ায় ৮৯তম অস্কারের জন্যে মনোনীত হন এ আর রহমান। ব্রাজিলের বিখ্যাত ফুটবলার পেলের জীবনী অবলম্বনে নির্মিত বায়োগ্রাফিক্যাল সিনেমা পেলে: বার্থ অব অ্য লিজেন্ডর গিঙ্গা গানের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। সেটি-ই এবার অস্কারে যাচ্ছে। মৌলিক গানের ক্যাটেগরিতে ৯১টি গানের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে এ আর রহমানের এই গানটিও। আগামী বছরের ২৪ জানুয়ারি ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে। ২৬ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ২০১৭ সালের অস্কার অনুষ্ঠান। পেলের তথ্যচিত্র ও স্লামডগ মিলিওনিয়ার ছাড়া আরও কয়েকটি হলিউড ছবিতে কাজ করেছেন রহমান। এর মধ্যে আছে মিলিয়ন ডলার আর্ম ও দ্য হান্ড্রেড-ফুট জার্নি। ২০১১ সালে ৮৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে তিনি ওয়ান টুয়েন্টি সেভেন আওয়ার্স ছবির সুর ও ইফ আই রাইজ ছবিতে গানের জন্য মনোনীত হয়েছিলেন। সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hE6K80
December 14, 2016 at 10:18PM
14 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top