শিলিগুড়ি,২৪ ডিসেম্বরঃ শিলিগুড়ি নয়াবাজারের দুই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে আচমকা আয়কর হানার রেশ কাটেনি শনিবারেও। এদিন নতুন করে আয়কর কর্তারা তল্লাশি না চালালেও ব্যবসায়ী মহলে চাপা আতঙ্কের পরিবেশ ছিল। সূত্রের খবর, আয়করের পাশাপাশি এবার শিলিগুড়িতে প্রথমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পা রাখায় যথেষ্ট চিন্তিত শহরের বড় ব্যবসায়ীর একাংশ। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নর্থবেঙ্গল মার্চেন্ট অ্যাসোসিয়েশন। একই পরিস্থিতি আলিপুরদুয়ারের সীমান্ত শহর জয়গাঁতেও। কেন্দ্রীয় সরকারের নোট বাতিল ও কালো টাকা উদ্ধারের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ইডি ও আয়কর দপ্তরের অভিযান।
নভেম্বর মাসে দেশজুড়ে বড় বড় শহরের ব্যবসায়ীরা এই জালে ধরা পড়লেও সেই তুলনায় ছোট শহর শিলিগুড়ি যে আয়কর দপ্তর ও ইডি-র নজরে পড়েছে তা ঘুণাক্ষরেও জানতে পারেনি কেউ। ব্যবসায়ীদের দাবি, নিয়মিত কর দিলেও এরকম আচমকা রেট করা মেনে নেওয়া যায় না। এরকম চলতে থাকলে উত্তরবঙ্গের ব্যবসা মুখ থুবড়ে পড়বে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2ifozaq
December 25, 2016 at 05:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.