নয়াদিল্লি, ২৭ ডিসেম্বরঃ সমগ্র দেশের ২০ হাজার লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই এনজিওগুলি আর বিদেশি সাহায্যও পাবে না। মঙ্গলবার একথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক পদস্থ আধিকারিক বলেন, এফসিআরএ-র নিয়ম লঙ্ঘনের কারণেই ২০ হাজার লাইসেন্স বাতিল করা হল। এখন সারা দেশে মাত্র ১৩ হাজার এনজিও-র আইনি বৈধতা রইল। পুরো বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েচে বলেও জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, ভরতে লাইলেন্সপ্রাপ্ত এনজিও-র সংখ্যা ছিল মোট ৩৩ হাজার। গত বছর থেকেই কেন্দ্র সরকার এনজিও-র কাজকর্মের ওপর তদারকি শুরু করে। তার পরিপ্রেক্ষিতেই বাতিল হল ২০ হাজার লাইসেন্স। অভিযোগ, এই এনজিওগুলি এফসিআরএ-র নিয়ম ভেঙেছে। এফসিআরএ-র নিয়ম অনুসারে, স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি ছাড়া কোনো এনজিও বৈদেশিক সাহায্য পায় না। বাতিল হওয়া এনজিওগুলি বৈদেশিক সাহায্য পাবে না।
from Uttarbanga Sambad http://ift.tt/2hMS1nR
December 28, 2016 at 04:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন