স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য থেকে বিমানের একটি ফ্লাইট যাত্রী নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সেখান থেকে সিলেটের যাত্রীদের নামিয়ে, যাত্রাবিরতি শেষে বিমানটির যাওয়ার কথা ছিল ঢাকায়। কিন্তু ঢাকা নয়, বিমান গেল চট্টগ্রামে!
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, রবিবার সকালে যুক্তরাজ্য থেকে বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এখানে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি। পৌনে ১২টায় যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা বিমানটির। নির্ধারিত সময়েই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে পৌঁছে। কিন্তু বিমানটি বেশ কিছু সময় আকাশে উড়তে থাকার পরও সেটিকে বিমানবন্দরে নামার নির্দেশনা দেয়া হয়নি।
শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি থাকায় বিমানটিকে যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। দীর্ঘ সময় আকাশে উড়ার পরও বিমানটি ল্যান্ড না করায় যাত্রীদের মধ্যে চাপা আতঙ্ক দেখা দেয়।
একপর্যায়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করে বিমানটি। সেখানেও বেশ কিছু সময় যাত্রীদের বসে থেকে দুর্ভোগ পোহাতে হয়। যুক্তরাজ্য থেকে দেশে এসে এমন দুর্ভোগে অনেক যাত্রীই ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, বিমানের কোনো ত্রুটি ছিল না। শাহজালাল বিমানবন্দরের এয়ারফিল্ড ক্লোজ থাকায় বিমানটি চট্টগ্রামে গিয়ে অবতরণ করে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gVgbPS
December 04, 2016 at 09:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন