ফেইসবুকে ফেইক আইডি ব্যবহার করে প্রিয় মানুষকে প্রেমে ফাঁসালেন অভিনেতা ইরফান সাজ্জাদ! তবে বাস্তবে নয়, নব এই প্রেমটি তিনি করেছেন টিভির পর্দায়।
অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনীত নতুট নাটক ‘ফেইক আইডি রিয়েল লাভ’। সম্প্রতি শেষ হয়েছে নাটকটির শ্যুটিং। নাটকটি পরিচালনা করছেন মুসাফির রনি আর রচনায় জাকির হোসেন উজ্জল।
রাজধানীর বেশকিছু লোকেশনে সম্প্রতি এ নাটকের শ্যুটিং সম্পন্ন হয়। শ্যুটিং শেষ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা রনি।
কাহিনী সংক্ষেপঃ
রিনি আর আদি সম্পর্কে খালাত ভাইবোন। আদি মনে মনে রিনিকে ভালবাসে। রিনিকে দেখার জন্যই মাঝে মাঝে খালার বাসায় এসে থাকে। কিন্তু রিনি ওকে তেমন পাত্তা দেয় না। সারাক্ষণ ফেসবুক নিয়েই ব্যস্ত থাকে। ওর সাথে ভাব জমানোর জন্য আদি তানভির নামে একটি ফেইক আইডি খুলে অন্য একটা ছেলের ছবি ইউজ করে ওকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠায় এবং ইনবক্সে অনুরোধ করে ওর রিকোয়েষ্ট এক্সসেপ্ট করার জন্য। রিনি রিকোয়েষ্ট একসেপ্ট করে। তানভির রুপি আদি ওকে থেংকস জানায়। রিনি ওকে চেনে কিনা জানতে চায়। আদি সরাসরি না বলে ওকে পটাতে ওর সম্পর্কে এমন কিছু বলে যা শুনে রিনির মনে এক ধরণের কৌতুহল জন্ম নেয়। সেই কৌতুহল থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। যেহেতু আদির একটা পরিকল্পনা থাকে খুব দ্রুত সে বন্ধুত্ব রুপ নেয় ভালবাসায়। যদিও দুজনের কখনো দেখা হয়নি বাস্তবে। রিনি বেশ কয়েকবার দেখা করতে চাইলেও তানভীর রুপি আদির পক্ষে সেটা সম্ভবও নয়। এভাবেই সময় কাটতে থাকে রিনিকে ধোকা দিয়ে খুব মজা পায় আদি।
সেদিন রিনি একটা মার্কেটে এসে ঢোকে। হঠাৎ তাকিয়ে দেখে তানভীরকে। যার ছবি দিয়ে ফেইক আইডি খুলেছিল আদি। ওর নাম আসলে সৌরভ। রিনি দৌঁড়ে যায় ওর কাছে কিন্তু ছেলেটা মার্কেটের লিফটে উঠে যায়। লিফট বন্ধ হয়ে যায়। রিনি ওর সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি শিড়ি বেয়ে উপরে উঠে। সৌরভ লিফট থেকে বেরুলে রিনি ওর হাত চেপে ধরে বলে ‘হায়’।
সৌরভ রিনিকে দেখে অবাক হয়। ওর মধ্যে এক ধরণের কনফিউজ কাজ করে। আপাদমস্তক রিনিকে একবার দেখে নেয়। রিনি অধৈর্য হয়ে জিজ্ঞেস করে ‘তুমি আমাকে চিনতে পারছ না? আমি রিনি’ সৌরভ ওকে চেনে না। তখন জীদ করে রিনি ওর মোবাইল বের করে ফেসবুক ওপেন করে তানভীরের প্রফাইল পিক দেখায়। সৌরভ ছবিটা দেখে চিন্তিত হয় তারপর হঠাৎ করেই হেসে ফেলে।
সৌরভ উচ্চবিত্ত পরিবারের বখাটে ছেলে। বিবাহিত এবং এক সন্তানের জনক। রিনিকে ওর ছবির ফেইক আইডি দিয়ে কেউ প্রপোজ করেছে বুঝতে পেরে সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করে সে। এভাবেই গল্প সামনের দিকে এগিয়ে যায়।
সামাজিক আর ত্রিভুজ প্রেম থেকেই নাটকটি নির্মাণ করা হয়েছে। ইরফান সাজ্জাদ ছাড়াও আরো অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, সামিয়া সাইদ ও মোমো আলী প্রমূখ।
ইরফান ও কিবরিয়ার বিপরীতে এখানে দেখা যাবে সামিয়াকে। ইরফান ও কিবরিয়ার মধ্যকার ফাইটিং দৃশ্যও দেখা যাবে নাটকটিতে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gmfJWp
December 10, 2016 at 11:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন