নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় বৃহস্পতিবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘কুমিল্লা জেলা ইজতেমা’। ইজতেমার প্রথম দিনে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম দেখা যায়। তিন দিনের ইজতেমায় সর্বমোট ৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নেবে বলে আশা আয়োজদের।
জেলা সদরের অদূরে আলেখার চর (আমতলী) এলাকায় গোমতী নদীর তীরে এ উপলক্ষে তৈরি করা হয়েছে বড় প্যান্ডেল। আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।
ইজতেমার কন্ট্রোল রুম সূত্র জানায়, ইজতেমা সফল করতে কুমিল্লার ১৬ উপজেলার তাবলীগ জামায়াতের নেতাদের আর্থিক ও স্বেচ্ছাশ্রমে এরই মধ্যে গোমতী তীরবর্তী চর এলাকায় তৈরি করা হয় প্যান্ডেল। এর ভেতর আলাদাভাবে উপজেলা ভিত্তিক মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। মাইক স্থাপন করা হয়েছে ১২ শতাধিক।
আয়োজকরা আরও জানান, বয়ানে অংশ নেবেন দেশের প্রখ্যাত আলেম ছাড়াও তাবলীগ জামায়াতের শীর্ষ নেতারা। মুসল্লিদের ওজু, গোসল, শৌচাগার, রান্না থেকে শুরু করে সকল ব্যবস্থাও করা হয়েছে সেখানে। ইজতেমার মাঠ ও এর আশপাশের এলাকায় র্যাব-পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে।
ইজতেমা মাঠের নিরাপত্তার বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ইজতেমা মাঠে আগতদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করতে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
The post কুমিল্লার ইজতেমায় লাখো মুসল্লির ঢল appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2iJ7Y2c
December 29, 2016 at 09:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন