উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়ি ২৪ ডিসেম্বরঃ বেমবেম দেবীর দীর্ঘ ২১ বছরের সফল কেরিয়ার শেষ হয়েছে সাউথ এশিয়ান গেমসে সোনা জয়ের পর। আসন্ন সাফ ফুটবল ভারতীয় মহিলা দলের কিংবদন্তির ছায়া থেকে বেরিয়ে আসার প্রথম চ্যালেঞ্জ। খেতাব রক্ষার সঙ্গে চ্যালেঞ্জ জিততে কোচ সাজিদ ইউসুফ দারের বাজি টিম গেম। তিনি বলেছেন, ‘বেমবেম ভারতীয় ফুটবলের দীর্ঘদিন সেবা করেছে। প্রচুর সাফল্য এনে দিয়েছে দেশকে। সাফ ফুটবলে দু-দশক বাদে প্রথমবার ওকে ছাড়া মাঠে নামব আমরা। যেকোনো কোচই ওর অভাব অনুভব করবে। আমি কোনো ব্যতিক্রম নেই। ওর শূন্যস্থানপূরণে সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিনির্ভর ফুটবল নয়, টিম গেম চাইছি আমরা।’ কনিষ্ঠ ফুটবলার হিসেবে সাফে ভারতীয় জার্সিতে অভিষেক ঘটবে ১৬ বছরের জাভামণি রাভার। শুধু ঝাড়খণ্ডের সেন্ট্রাল ডিফেন্ডার নয়, তরুণ ফুটবলারদের উঠে আসা সাজিদকে ভরসা জোগাচ্ছে। তিনি বলেছেন, ‘আমাদের দলে অভিজ্ঞতার অভাব নেই। গতবারের চ্যাম্পিয়ন দলের ১৪ ফুটবলার এবারও আমাদের সঙ্গে আছে। সঙ্গে বেশকিছু প্রতিভাবান ফুটবলার উঠে এসেছে। আগামীতে যারা আমাদের দেশকে ভরসা জোগাতে পারে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2hmAcQm
December 24, 2016 at 10:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন