পাক হোটেলে আগুনে মৃত ১১, ক্রিকেটার সহ জখম ৭৫

করাচি, ৫ ডিসেম্বরঃ সপ্তাহের প্রথম দিনেই বিধ্বংসী আগুন লাগল করাচির একটি চারতারা হোটেলে। মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। গুরুতর জখম হয়েছেন ৭৫ জন। যার মধ্যে পাক ক্রিকেটার শোয়েব মকসুদ, ইয়াসিন মুরতাজা এবং কারামত আলিও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে করাচির শাহরাহ-ই-ফয়জল এলাকার চারতারা হোটেলটিতে আগুন লাগে। সেই সময় ছয়তল বিশিষ্ট হোটেলটির ভিতর প্রায় শতাধিক মানুষ ছিলেন। প্রথমে হোটেলের রান্নাঘরে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়েই আতঙ্কে সকলে ছোটাছুটি শুরু করেন। প্রাণে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দেন ইয়াসিন মুরতাজ। তাঁর গোড়ালি ভেঙ্গে যায়। জানলা দিয়ে বেরোতে গিয়ে কারামত আলিও জখম হয়েছেন। তবে শোয়েব মকসুদের আঘাত তুলনায় কম। তারপর দমকলের ৩টি ইঞ্জিনের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে অগ্নিদগ্ধ চার মহিলা সহ ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৭৫ জন এখনও স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন।



from Uttarbanga Sambad http://ift.tt/2haxk8F

December 05, 2016 at 10:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top