ঢাকা, ২১ ডিসেম্বর- বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল আয়োজনে ব্যস্ত সংগঠকরা। আর দল হিসেবে ভালো করার প্রস্তুতি নিয়েছেন খেলোয়াড়রা। ৫ জাতির এ টুর্নামেন্টে বাংলাদেশ আয়োজক হিসেবে সফল হওয়ার পাশাপাশি দল হিসেবেও সাফল্য আশা করছে। তবে সেটা চ্যাম্পিয়ন নয়, ফাইনাল খেললেই লক্ষ্যে পৌছতে পারবে বাংলাদেশ। স্বাগতিক দলের অধিনায়ক আল জাবির সে প্রত্যাশার কথাই শুনিয়েছেন, আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। তবে আমাদের প্রস্তুতিটা আরো একটু বেশি হলে ভাল হত। আমরা কোন প্রতিপক্ষকেই খাটো করে দেখছি না। আশা করছি ফাইনাল খেলবো। সে লক্ষ্য নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি। বুধবার দুপুরে মিরপুরে ইনডোর স্টেডিয়ামে স্বাগতিক দল অনুশীলন করেছে। নিজ দলকে শক্তিশালী মনে করলেও পর্যাপ্ত অনুশীলন না হওয়ায় একটু অসন্তুষ্টি আছে বাংলাদেশ দলের ইরানি কোচ আলী পৌর আরোজি। তারপও অধিনায়কের মতো তিনিও ফাইনালে খেলার আশাবাদী আসলে বদলটিতে আমি অনুশীলন করিয়েছি মাত্র ১ মাস। এ ধরনের টুর্নামেন্টে আমাদের ইরানে ৬/৭ মাস আগে অনুশীলন শুরু হয়। যা এখানে হয়নি। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়রা বেশ বুদ্ধিমান। তারা জানেন কিভাবে ম্যাচ জয় করতে হয়। কোনো প্রতিপক্ষকে খাটো করে দেখার সুযোগ নেই। সব দলই ফাইনালে খেলার টার্গেট নিয়ে এসেছে। আর/১০:১৪/২১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hVjsPB
December 22, 2016 at 04:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন